শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৫ ১৪৩০

রূপগঞ্জে মাদক বিরোধী মতবিনিময় সভা ও বিক্ষোভ 

প্রকাশিত: ৭ ডিসেম্বর ২০১৯  

রূপগঞ্জ (যুগের চিন্তা ২৪) : রূপগঞ্জে চনপাড়া শেখ রাসেল নগর ইউনিয়ন পরিষদ (এসোসিয়েট মেম্বার কমিটির) উদ্যোগে মাদক, ইভটিজিং,সন্ত্রাস,দুূর্নীতি, বাল্যবিবাহ,সালিশ বাণিজ্যের প্রতিবাদে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 


শনিবার সকাল ১১টার দিকে চনপাড়া পুনঃবাসন কেন্দ্রের ১নং ওয়ার্ডের খেলার মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। শেখ রাসেল ইউনিয়ন বাস্তবায়ন কমিটির আহবায়ক আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নূর আলম মুন। বিশেষ অতিথি ছিলেন নাজিম উদ্দিন চৌধুরী ও  এস এম ইব্রাহীম। 


অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাসেম সরদার, ইব্রাহীম মিয়া, চনপাড়া ফাঁিড়র পুলিশ ইনচার্জ মনিরুজ্জামান, আরাফাত হোসেন , বর্নালী আক্তার প্রমুখ। এ সময় বক্তারা বলেন, চনপাড়া পুনঃবাসন কেন্দ্রের একটি কুচক্রমহলের ছত্রছায় অপরাধীরা দীর্ঘদিন ধরে নানা ধরনের অপরাধ করে আসছে। সামনে তাদের এ ধরনের অপরাধ করতে দেয়া হবে না। পরে একটি বিক্ষোভ মিছিল বের করেন। 
 

এই বিভাগের আরো খবর