বুধবার   ২৪ এপ্রিল ২০২৪   বৈশাখ ১০ ১৪৩১

৬৫ লাখ টাকার মালামাল লুট

রূপগঞ্জে ব্যাটারি কারখানায় ডাকাতি

রূপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৮ মে ২০২০  

কাষ্টমস অফিসার পরিচয়ে রূপগঞ্জের দক্ষিণ মাসাবো এলাকার রিমসো ব্যাটারি কারখানায় ডাকাতির ঘটনা ঘটেছে।  ডাকাতদল কারখানার নিরাপত্তা প্রহরীদের অস্ত্রের মূখে জিম্মী করে ৬৫ লাখ টাকার মালামাল লুটে নিয়েছে বলে কারখানা কর্তৃপক্ষ দাবী করছে।

 

গত ২৫ মে রাতে ডাকাতি হওয়ার ঘটনায় বুধবার সকালে রিমসোব্যাটারি কারখানার উৎপাদন ব্যবস্থাপক সিদ্দিকুর রহমান বাদী হয়ে রূপগঞ্জ থানায় ডাকাতি মামলা দায়ের করেছেন। 


মামলা সূত্রে জানাযায়, গত ২৫ মে ঈদের দিন সন্ধ্যার পর ২৫/৩০ জনের সংঘবদ্ধ ডাকাত দল নিজেদের কাষ্টমস অফিসার পরিচয়ে রিমসোব্যাটারি কারখানায় প্রবেশকরে। 


পরে নিরাপত্তাপ্রহরী ও কারখানায় বসবাসরত কর্মরত শ্রমিকদের হাত-পা বেধেঁ অস্ত্রের মূখে জিম্মী করেকারখানা থেকে ৬৬৪ পিছব্যাটারি, শ্রমিকদের মোবাইল ফোন ও কারখানার সিসি ক্যামেরা ও প্রয়োজনীয় কাগজপত্রসহ ৬৫ লাখ টাকার মালামাল ডাকাতি করে নিয়ে যায়। 


রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, ডাকাতির ঘটনায় মামলা হয়েছে। ডাকাতদলকে গ্রেফতারের চেষ্টা চলছে।  
 

এই বিভাগের আরো খবর