শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৫ ১৪৩০

রূপগঞ্জে বিড়ি শ্রমিকদের বিক্ষোভ (ভিডিও)

প্রকাশিত: ১৫ মে ২০১৯  

রূপগঞ্জ (যুগের চিন্তা ২৪) : বিড়িতে ট্যাক্স কমানোর দাবিতে প্রতিবাদ সভা ও মানববন্ধন করেছে বিড়ি ভোক্তা ও নারায়ণগঞ্জ অঞ্চলের বিড়ি শ্রমিকরা।

 

বুধবার দুপুরে রূপগঞ্জের রূপসী এলাকায় বস্ত্র ও পাট মন্ত্রী গাজী গোলাম দস্তগীর এর বাসভবনের সামনে মানববন্ধন করে নারীসহ কয়েক’শ বিড়ি  ভোক্তা ও বিড়ি শ্রমিকরা। এতে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মাজহারুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহ পরান, মামুনুর রশিদ, ওবায়দুল হোসেন, মাহফুজুর রহমান প্রমুখ।

 

মানববন্ধনে বক্তারা বলেন, শিল্প বাঁচলে শ্রমিক বাঁচবে শ্রমিক বাঁচলে দেশের উন্নয়ন হবে। তাই সাধারণ বিড়ি ভোক্তা ও শ্রমিক বাঁচানো দাবিতে সরকার যাতে বিড়ির উপর ট্যাক্স না বসায়। বিড়ি শ্রমিকরা এমনিতেই দেশের অবহেলিত শ্রেণী। তার উপর বিড়িতে ট্যাক্স বসালে এ খাতে ভোক্তা  যেমন কমবে এই শিল্পও ধ্বংস হবে। তাই এ পন্যেতে সরকার যেন ট্যাক্স না বসায় এ আহবান জানান বিড়ি ভোক্তা ও শ্রমিকরা।
 

এই বিভাগের আরো খবর