শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৫ ১৪৩০

রূপগঞ্জে ফেনসিডিলসহ গ্রেপ্তার তিন আসামি রিমান্ড

প্রকাশিত: ১৯ মার্চ ২০২০  

যুগের চিন্তা ২৪ :  রূপগঞ্জে র‌্যাব-১’র অভিযানে ১ হাজার ৪শ ৬৪ বোতল ফেন্সিডিলসহ গ্রেপ্তার তিন মাদক ব্যবসায়ীর ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছেনআদালত। 

বৃহস্পতিবার ( ১৯ মার্চ ) সকালে সিনিয়র জুডিসিয়াল মাজিস্ট্রেট কাউসার আলমের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করলে শুনানি শেষে ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন ।

রিমান্ডকৃত আসামিরা হলো- আশুলিয়া থানার ধোসাইদ এলাকার মনিরের বাড়ির ভাড়াটিয়া মৃত সোনামিয়া সিকদারের ছেলে প্রাইভেটকার চালক মো. জালাল সিকদার (৫০), একই থানার রাজাসন এলাকার আক্কাসের বাড়ির ভাড়াটিয়া মোঃ আরশাদের ছেলে মো. বাবু (২৮) এবং একই থানার জাহাঙ্গীর আমবাগান এলাকার মফি’র বাড়ির ভাড়াটিয়া মো. শাহজাহান চোকিদারের ছেলে মো. শাহাবুদ্দিন চোকিদার (৪২)।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো.আসাদুজ্জামান রিমান্ডের সত্যতা নিশ্চিত করে জানান, আসামিকে আদালতে উপস্থিত করে ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত শুনানি শেষে ১দিনের রিমান্ড মঞ্জুর করেন।

প্রসঙ্গত, গত (১৬ মার্চ ) বিকেল পাঁচটার দিকে রূপগঞ্জের পূর্বাচল উপশহরের ৩০০ ফিট রোড সংলগ্ন ছমু মার্কেট এলাকায় র‌্যাব-১ চেক পোস্ট বসিয়ে ১ হাজার ৪শ ৬৪ বোতল ফেন্সিডিলসহ তাদেরকে আটক করে। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয় ।
 

এই বিভাগের আরো খবর