শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪   বৈশাখ ৫ ১৪৩১

রূপগঞ্জে পুলিশ ও ইজিচালকদের মত বিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২০  

রূপগঞ্জ  (যুগের চিন্তা ২৪) : রূপগঞ্জ থানা পুলিশের সাথে ইজিবাইক চালকদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ফেব্রয়ারি) বিকাল ৪টায় উপজেলার ভুলতা ফাঁড়ির উদ্যোগে একটি কমিউনিটি সেন্টারে এ সভার আয়োজন করা হয়।

 

মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান। প্রধান অতিথির বক্তব্যে ওসি মাহমুদুল হাসান বলেন, রাত ১০টার পর কোন অপরিচিত লোকজন নিয়ে দূর দূরান্তে যাওয়া যাবেনা। গেলেও যাত্রীদের নাম্বার চালকের পরিচিত কাউকে দিয়ে বলে যেতে হবে। যাতে করে কোন ধরনের দুর্ঘটনা ঘটলে সহজেই অপরাধিদের ধরা সম্ভব হয়। আইন শৃঙখলা রক্ষা করতে সকলের সহযোগিতাও চান তিনি।

 

ওসি (অপারেশন) মো. রফিকুল হক, ভুলতা ফাঁড়ির ইনচার্জ মো. আজহার আলীসহ সভায় ভুলতা ও গোলাকান্দাইল এলাকার ইজিবাইক, সিএনজি ও অটোরিক্সার মালিক ও চালকরা উপস্থিত ছিলেন।

 

এসময় পুলিশের সহযোগিতা পাওয়ার জন্য উপস্থিত চালকদের মাঝে থানার ওসি, ওসি অপারেশন ও ফাঁড়ির ইনচার্জ-এর মোবাইল নম্বর দেওয়া হয়। 

এই বিভাগের আরো খবর