বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪   বৈশাখ ১২ ১৪৩১

রূপগঞ্জে দুস্থ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী পৌঁছে দিলেন সবুজ

প্রকাশিত: ৬ এপ্রিল ২০২০  

রূপগঞ্জ (যুগের চিন্তা ২৪) : করোনাভাইরাস (কভিট-১৯) দুর্যোগের কারণে উপজেলা ছাত্রলীগের সহসভাপতি নাজমুল হাসান সবুজের উদ্যোগে রূপগঞ্জে ২ শতাধিক পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।


সোমবার (৫ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার ভুলতা ইউনিয়নের পাড়াগাঁ, মর্তুজাবাদ, সোনাব, মুইরাব এলাকায় বাড়ি বাড়ি গিয়ে এ ত্রাণসামগ্রী পৌঁছে দেন তিনি।


এসময় উপস্থিত ছিলেন, ভুলতা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি হামজালা, সাংগঠনিক সম্পাদক কালাম ভুইয়া, ছাত্রলীগ নেতা বেলায়েত হোসেন, মিঠু দেওয়ান, জোনায়েত হাসান মানিক প্রমুখ।


নাজমুল হাসান সবুজ বলেন, করোনাভাইরাস সংক্রমণরোধে সরকার মানুষকে ঘর থেকে বের থেকে নিষেধ করেছে। তাই অসহায় ও দুস্থ মানুষগুলো খাদ্য সংকটে পড়েছে। দেশরত্ন শেখ হাসিনা বলেছেন “সততাই শক্তি, মানবতাই মুক্তি”। তাই জাতীর এই ক্রান্তিলগ্নে অসহায় ও দুস্থ মানুষের মাঝে এ ত্রাণসামগ্রী বিতরণ করেছি। ছাত্রলীগের প্রতিটি কর্মী দেশেরূ দুর্যোগকালীন মুহূর্তে প্রতিবারের ন্যায় এবারও এগিয়ে এসেছে, ভবিষ্যতেও থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এই বিভাগের আরো খবর