বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪   চৈত্র ১৪ ১৪৩০

রূপগঞ্জে জনসচেতনতামূলক অভিযানে প্রশাসন

প্রকাশিত: ৩১ মার্চ ২০২০  

রূপগঞ্জ (যুগের চিন্তা ২৪) : করোনাভাইরাসে কাঁপছে গোটা পৃথিবী। প্রতিনিয়ত আক্রান্ত হচ্ছে লাখ লাখ মানুষ। ইতিমধ্যেই বহু দেশকে করা হয়েছে লকডাউন। এই মরণব্যাধী করোনা ভাইরাস থেকে মুক্তির লক্ষ্যে রূপগঞ্জে জনসচেতনতামূলক অভিযান চালায় উপজেলা প্রশাসন।


মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগমের নেতৃত্বে আইনশৃংখলাবাহিনী এ জনসচেতনতামূলক অভিযান চালায়।


এসময় উপজেলার ভুলতা, গাউছিয়া, মুড়াপাড়া, কাঞ্চনসহ বিভিন্ন এলাকার বাজার ও ব্যস্ততম এলাকায় অভিযানটি পরিচালিত হয়। এসময় উপজেলা চেয়ারম্যান শাহজাহান ভূঁইয়াসহ সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।


এসময় প্রশাসনিক কর্মকর্তারা ঘরের বাইরে আসা লোকজনদের বুঝিয়ে শুনিয়ে ঘরে অবস্থান করার আহ্বান জানান। করোনা ভাইরাস থেকে মুক্তির লক্ষ্যে সরকারি নির্দেশনা মেনে চলার জন্যও তাদের প্রতি আহ্বান জানান। উপস্থিত লোকজন প্রশাসনের আহ্বানে সাড়া দিয়ে ঘরে ফিরে যায়।

এই বিভাগের আরো খবর