শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪   বৈশাখ ৬ ১৪৩১

রূপগঞ্জে ছাত্রদলের বৃক্ষরোপণে পুলিশের বাধা

প্রকাশিত: ৩০ মে ২০২০  

সাবেক রাষ্টপতি জিয়াউর রহমানের ৩৯ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে রূপগঞ্জে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচীতে পুলিশের বিরুদ্ধে বাধা প্রদানের অভিযোগ উঠেছে। শনিবার (৩০ মে) বিকেলে উপজেলার দাউদপুর ইউনিয়নের বেলদী মাদ্রাসায় এ ঘটনা ঘটে।


এ কর্মসূচীতে উপস্থিত ছিলেন, ছাত্রদলের যুগ্ম সম্পাদক আবু মাসুম, ছাত্রদলনেতা আজিম সরকার, সুলতান মাহমুদ, শফিকুল ইসলাম শফিক, মেহেদী হাসান রিপন, সজল মিয়া, সুমন বেপারীসহ ছাত্রদলের নেতাকর্মীরা।  


আবু মাসুম জানান, বুধবার বিকেলে সাবেক রাষ্টপতি জিয়াউর রহমানের ৩৯ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে রূপগঞ্জ ছাত্রদলের পক্ষ থেকে দোয়া ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। বিকেলে সেখানে পুলিশ সদস্যরা উপস্থিত হয়ে আমাদের চলে যেতে বলেন। আমরা চারা গাছগুলো রোপনণ শেষ করে চলে যাবো বলার পর আমাদের অনুষ্ঠানের চেয়ারগুলো তারা ভাংচুর করেন এবং আমাদের গাছের চারা নিয়ে যায়। 


এব্যাপারে ভোলাব তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক সাইফুল ইসলাম বলেন, ভাংচুর ও চারা গাছ নিয়ে যাওয়ার অভিযোগ মিথ্যা। তবে করোনাকালীন সময়ে লকডাউনের মাঝে সকল ধরনের গণজামায়েত নিষিদ্ধ। তাই পুলিশ তাদেরকে গণজমায়েত না করতে সতর্ক করে এসেছে।  

এই বিভাগের আরো খবর