মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪   বৈশাখ ১০ ১৪৩১

রূপগঞ্জে অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের অর্থ বিতরণ

রূপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২১ মে ২০২০  

রূপগঞ্জে বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) ও তারাব পৌর মেয়র হাসিনা গাজীর নির্দেশক্রমে উপজেলার বরপা এলাকায় হাজী নুর উদ্দিন আহম্মদ উচ্চ বিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে অসচ্ছল মধাবী শিক্ষার্থীদের উপহার হিসেবে নগদঅর্থ প্রদান করা হয়েছে। 


বৃহস্পতিবার (২১ মে) সকালে বিদ্যালয়ের অডিটোরিয়ামে চার শতাধিক শিক্ষার্থদের মাঝে এ অর্থ প্রদান করা হয়। এ প্রত্যেক শিক্ষার্থীকে উপহার হিসেবে ৫০০ টাকা করে দেয়া হয়।


এসময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের পরিচালনার কমিটির সদস্য মোখলেছুর রহমান ভুঁইয়া, প্রধান শিক্ষক জওহর লাল ঘোষ, সহকারী শিক্ষক জসিম উদ্দিন, পরিমল ধর, মো. বাবুল মিয়া, সাইফুল ইসলাম, হাজী বাহাউদ্দিন, মাওলানা সামছুল হক প্রমুখ। 


এসময় মোখলেছুর রহমান ভুইয়া বলেন,বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) ও স্কুল পরিচালনা কমিটির সভাপতি তারাব পৌর মেয়র হাসিনা গাজীর নির্দেশক্রমে শিক্ষার্থীদের লেখা-পড়ায় উৎসাহ বৃদ্ধির লক্ষ্যে সামান্য এ উপহার দেয়া হয়।

এই বিভাগের আরো খবর