বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪   বৈশাখ ১২ ১৪৩১

রূপগগঞ্জ উপজেলা প্রশাসন থেকে ৪ শতাধিক পরিবারকে ত্রাণ 

প্রকাশিত: ৩০ মার্চ ২০২০  

রূপগঞ্জ (যুগের চিন্তা ২৪) : করোনা ভাইরাস মোকাবেলায় উদ্ভুত পরিস্থিতিতে ঘরে আটকে থাকা দরিদ্র লোকজনের মাঝে রূপগঞ্জ উপজেলা প্রশাসনের  পক্ষ থেকে ৪০০ পরিবারকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। 

 

সোমবার (৩০ মার্চ) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের বিভিন্ন গ্রামে ঘুর ঘুরে এসব ত্রাণ বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান ভুঁইয়া,উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সালাহউদ্দিন ভূঁইয়া, সাবেক জেলা ছাত্রলীগ সহসভাপতি মনিরুজ্জামান ভুঁইয়া, ইউপি সদস্য রমজান আলী মন্ডল প্রমুখ। 

 

এ সময় স্থানীয় ৪ শতাধিক গরীব অটো চালক ও হতদরিদ্রদের মাঝে চাল, ডাল, তেল, লবণ ও আলুসহ নিত্য পণ্য সামগ্রী বিতরণ করেন তারা। এসব সামগ্রী বিতরণের সময় স্বেচ্চাসেবক হিসেবে কাজ করেন ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক আরিফ খান জয়সহ ২০ জন শিক্ষার্থী ও সমাজসেবকরা। এর আগে ওই স্বেচ্চাসেবকদের মাঝে পারসোনাল প্রটেক্ট ইকুইপম্যান্ট (পিপিই) বিতরণ করেন রূপগঞ্জ ইউপি চেয়ারম্যান সালাহউদ্দিন ভূঁইয়া।   
 

এই বিভাগের আরো খবর