মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪   বৈশাখ ১০ ১৪৩১

রাজধানীর ইউনাইটেড হাসপাতালে অগ্নিকাণ্ড, নিহত ৫

যুগের চিন্তা ডেস্ক

প্রকাশিত: ২৮ মে ২০২০  

রাজধানীর গুলশান এলাকার ইউনাইটেড হাসপাতালের করোনা ইউনিটে আগুন লেগে ৫ জন নিহত হয়েছে। যাদের মরদেহ উদ্ধার করা হয়েছে তারা সবাই হাসপাতালটির করোনা ইউনিটে আইসোলেশনে ছিলেন।


অগ্নিকাণ্ডে নিহত পাঁচজনের মধ্যে একজন নারী এবং চারজন পুরুষ বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ সাজ্জাদ হোসাইন।


ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে কর্মরত কর্মকর্তা জানান, হাসপাতালের বর্ধিত অংশে চারটি আইসোলেশন কক্ষ ছিলো। সেখানকার বাইরের দিকের কক্ষ থেকে রোগীরা বের হতে পারলেও ভিতরের দিকে অবস্থিত একটি কক্ষ থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।


জানা গেছে, হাসপাতালের মূল ভবনের পাশে করোনা রোগীদের জন্য আলাদা একটি আইসোলেশন ইউনিট খোলা হয়েছিল। সেখানেই ওই ৫ জন চিকিৎসাধীন ছিলেন।

 

এই বিভাগের আরো খবর