মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪   বৈশাখ ১০ ১৪৩১

রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীতে সাংস্কৃতিক জোটের শ্রদ্ধাঞ্জলি

প্রকাশিত: ৮ মে ২০১৯  

স্টাফ রিপোর্টার (যুুগের চিন্তা ২৪) : বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৮ তম জন্মজয়ন্তী উপলক্ষে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের আয়োজনে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়েছে। বুধবার (৮ মে) সকালে নারায়ণগঞ্জ হাই স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে স্থাপিত রবীন্দ্র নাথ ঠাকুরের আবক্ষ মূর্তিতে এ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

 

নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট, উদীচী শিল্পীগোষ্ঠী জেলা সংসদ, উন্মেষ সাংস্কৃতিক সংসদ, চারণ সাংস্কৃতিক কেন্দ্র, জেলা খেলাঘর আসর, প্রগতি সাহিত্য পরিষদ, বাংলাদেশ মহিলা পরিষদের জেলা শাখাসহ বিভিন্ন সংগঠন কবির আবক্ষ মূর্তিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

 

এ সময় রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন, কর্ম ও বর্তমান প্রেক্ষাপটের উপর সংক্ষিপ্ত বক্তব্য রাখেন-নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের উপদেষ্টা ও সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউ রাব্বি এবং খেলাঘর আসর জেলা কমিটির সভাপতি রথীন চক্রবর্তী।

 

উপস্থিত ছিলেন, সমমনার সভাপতি দুলাল সাহা, বাংলাদেশ মহিলা পরিষদের জেলা সভাপতি লক্ষ্মী চক্রবর্তী, সিপিবি জেলা সভাপতি এড. হাফিজুল ইসলাম, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি ভবানী শংকর রায়, জাহিদুল হক দীপু, এড. প্রদীপ ঘোষ বাবু, সাধারণ সম্পাদক ধীমান সাহা জুয়েল, চন্দ্রবিন্দু শিশু মনন বিকাশ কেন্দ্রের অধ্যক্ষ সাইফুল আলম নান্টু, শহুরে গায়েনের আহম্মেদ বাবলু প্রমুখ।

এই বিভাগের আরো খবর