শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪   বৈশাখ ৬ ১৪৩১

যারা জুয়ার বোর্ড চালিয়ে পত্রিকা চালায় যুগেরচিন্তা বন্ধে খুশি তারা

প্রকাশিত: ১৮ এপ্রিল ২০১৯  

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) :  দৈনিক ইয়াদ প্রত্রিকার সম্পাদক তোফাজ্জল হোসেন বলেন, যুগের চিন্তা কারা বন্ধ করেছে আমারা সবাই জানি। ব্যক্তিগত নিরাপত্তা পারিবারিক নিরাপত্তার কারণে আমরা ভাশুরের নামটা নিতে পারি না। এটাই সমাজ, বাস্তবতা।

 

যুগের চিন্তা বন্ধ হওয়াতে  যারা জুয়ার বোর্ড চালিয়ে পত্রিকা চালায় তারা অনেক খুশি হয়েছে। যারা মেরিএন্ডারসনে মদ বিক্রি করে তারা খুশি হয়েছে। খুশি হয় নাই শুধু সাধারণ মানুষ আর খেটে খাওয়া মানুষরা। 


যুগের চিন্তা নারায়ণগঞ্জের সাধারন মানুষের মনের কথা বলে। মানুষের কাছে সত্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে। তাই এই সংবাদ পরিবেশন করতে গিয়ে অনেক গডফাদার ও তাঁদের ভাই-ব্রাদার, আত্বীয়-স্বজনদের কু-কর্ম সামনে এসে পরে। আর এরাই পত্রিকা বন্ধ করেছে। 


সরকারে কোনো দায় পরে নাই যুগের চিন্তাকে বন্ধ করার জন্য। সরকারে এত মাথা ব্যাথা নাই মাথা ব্যাথা হচ্ছে  দূর্নীতিবাজদের, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ীদের। 


তারা সকালে ঘুম থেকে উঠে দেখে তাদের লোকদের ধইরা নিছে তাদের শালারে ধইরা নিছে তাদের ভাইরে ধইরে নিছে। এই পত্রিকায় তা ছাপা হয়। এতে তাদের মাথা খারাপ হয়ে যায়।  সেই কারনেই চক্রান্তের মাধ্যমে এই পত্রিকাটি বন্ধ করা হয়েছে। আমি বলতে চাই কুচক্রীদের কোন কুচক্রই কাজে আসবেনা। যুগের চিন্তা আবার আমাদের মাঝে আরো শক্তিশালী হয়ে ফিরে আসবে।  


নারায়ণগঞ্জের বহুল প্রচারিত পত্রিকা দৈনিক যুগের চিন্তার ডিক্লারেশন (প্রমাণিকরণ) পূর্ণবহাল ও পত্রিকাটি চালুর দাবিতে মানববন্ধনে তিনি এসব কথা বলেন। নারায়ণগঞ্জ সিটি প্রেস ক্লাবের আয়োজনে বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকালে চাষাড়া মাধবী প্লাজার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।


এ সময় যুগের চিন্তা পত্রিকার ডিক্লারেশন পুর্নবহাল ও চালুর দাবিতে সহমত জানিয়ে মানববন্ধনে অংশগ্রহণ করেন- দৈনিক অগ্রবাণী প্রতিদিনের যুগ্ম সম্পাদক  ও নারায়ণগঞ্জ সিটি প্রেস ক্লাবের সহ সভাপতি উত্তম কুমার সাহা, নারায়গঞ্জ সিটি প্রেসক্লাবের  ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও দৈনিক আমার সময় জেলা প্রতিনিধি শফিকুল ইসলাম আরজু, দৈনিক আমাদের কন্ঠের রিপোর্টার জহির আহমেদ, দৈনিক জনতার কাগজ পত্রিকার সম্পাদক ও নারায়ণগঞ্জ সিটি প্রেস ক্লাবের ক্রিড়া সম্পাদক মিজানুর রহমান, দৈনিক যুগের চিন্তা নির্বাহী সম্পাদক এজাজ কোরেশী, যুগের চিন্তা ২৪ ডটকমের প্রধান নির্বাহী ও দৈনিক ভোরের ডাক পত্রিকার জেলা প্রতিনিধি মোশতাক আহমেদ শাওন, কলকাতা টিভির সিনিয়র রিপোর্টার জিএম মাসুদ ডালি, দৈনিক ইয়াদ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক তোফাজ্জল হোসেন, দৈনিক সংবাদ প্রতিদিনের জেলা প্রতিনিধি নুরুজ্জামান কাওসার, সাংবাদিক বদিউজামান, ফতুল্লা মডেল প্রেসক্লাবের সভাপতি আনিছুর জামান অনু , বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ও পুর্নবাসন সোসাইটি  নারায়ণগঞ্জ জেলার সভাপতি মীর আলম আকন্দ, নারায়ণগঞ্জ সিটি প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান হাবিবসহ শতাধিক সংবাদকর্মী।

 

মানববন্ধনে তোফাজ্জল হোসেন  আরো বলেন, মানুষের রিজিকে যে বাধা দেয় তারা সবচেয়ে অত্যাচারী। আর যারা মানুষের হালাল রিজিকে বাধা দেয় এবং হালাল রিজিক বন্ধ করে অট্ট হাসি দেয় তারা সবচেয়ে বড় রাজাকার। এই শহরটা এমন বিচিত্র ভাই ভাই করে খুনির পিছনে লোক  যায়।

 

আবার আমার ছেলে খুন হয়েছে আমার পিছনে লোক থাকে। এই রকম বিচিত্র বৈরি শহর বাংলাদেশের আর কোথাও নাই। কারন খুনিদের কাছে ক্ষমতা আছে। 

এ সময় তিনি যার যার অবস্থান থেকে মাদক ব্যবসায়ীদের ঘৃনা ও তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে  আহবান জানান। 
 

এই বিভাগের আরো খবর