বুধবার   ২৪ এপ্রিল ২০২৪   বৈশাখ ১১ ১৪৩১

যাচ্ছি, যাই

প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০১৯  

খবর এসে গেলো
তাই যাচ্ছি, যাই।
উটের গ্রীবাদেশে পিপাসিত ওষ্ঠ
ভেঁপু বাজালে, তখন জল'ই শত্রু 
আর মিত্র হয়।

 

তপ্ত বালুর ফোয়ারার নিচে
যে কোমল হৃদয় গিরগিটি হলো-
ঠিক বুকের ভরকে পুঁজি করে
তোমার দিকে হাঁটতে গেলো,
অনেক স্মৃতি মন্থন করে বাড়ি ফিরবে বলে।

 

মাথায় ঝুলে পড়া হ্যাটে আঁকিবুকি মানচিত্র
মাইল কিলোমিটার, দূরত্ব যাই হোক....
যাচ্ছি, যাই তবে!


মিলন মাহমুদ