বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪   বৈশাখ ১১ ১৪৩১

মোহাম্মদ আলীর ৬ মাসের কারাদন্ড

প্রকাশিত: ১৮ জুন ২০১৯  

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : ফতুল্লায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের একটি মামলায় মোহাম্মদ আলী (২৬) নামের এক যুবককে ৬ মাসের সশ্রম কারাদন্ডের রায় ঘোষনা করা হয়েছে। মঙ্গলবার (১৮ জুন) সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাওসার আলম এর আদালতে এ রায় ঘোষনা করা হয়। 

এছাড়াও এমামলায় ছয় হাজার টাকা অর্থদন্ড একই সাথে আরো ১৫ দিনের কারাদন্ড প্রদান করেছে আদলত। সাজাপ্রাপ্ত আসামী মোহাম্মদ আলী কুমিল্লা জেলার কৃষ্ণপুর গ্রামের কফিল উদ্দিনের ছেলে। 

মামলার সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ৫ সেপ্টেম্বর গোপন সংবাদের ভিওিত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে আনুমানিক রাত ৮ টায় চাঁনমারি এলাকা থেকে ২০০ গ্রাম গাজাসহ মোহাম্মদ আলীকে গ্রেফতার করে পুলিশ। 

কোর্ট পুলিশ সূত্রে জানাগেছে, উপযুক্ত স্বাক্ষ্য প্রমানের ভিওিত্বে মাদক আইনের একটি মামলায় আসামী মোহাম্মদ আলীকে দোষী সাব্যস্থ করে ৬ মাসের সশ্রম কারাদন্ড প্রদান করেছে আদালত। 
 

এই বিভাগের আরো খবর