শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৫ ১৪৩০

মেসেঞ্জারে ‘সিন’ না করে মেসেজ পড়ার উপায়

প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০১৯  

ডেস্ক রিপোর্ট (যুগের চিন্তা ২৪) : হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারে অন্যের পাঠানো যেকোনো বার্তা দেখলেই তা প্রেরক জানতে পারেন। এতে অনেক সময় বেশ জটিলতায় পড়তে হয়। তবে রিড রিসিপট ফিচার সাময়িকভাবে অকার্যকর করে সিন না করে মেসেজ পড়া সম্ভব।

 

আসুন আমরা জেনে নেই মেসেঞ্জারে সিন না করে মেসেজ পড়ার উপায়-
# প্রথমে ফোনের ফ্লাইট মোড অন করবেন।
# ফ্লাইট মোড অন করার সঙ্গে সঙ্গে ডাটা বা ওয়াইফাই বন্ধ হয়ে যাবে। এবার মেসেজ পড়ুন।

 

#এবার অ্যাাপ ক্লোজ করতে হবে। না হলে যখন ওয়াইফাই-ডাটা যখন অন করবেন তখন মেসেঞ্জার ডাটা সিংক করে অপর প্রান্তে আপনার এই গোয়েন্দাগিরি জানিয়ে দেবে।

 

অন্যদিকে হোয়াটসঅ্যাপে এ সুবিধা পেতে সেটিংস পেজে প্রবেশ করে পর্যায়ক্রমে অ্যাকাউন্ট, প্রাইভেসি অপশনে ক্লিক করে ‘টার্ন অব রিসিপটস’-এ ক্লিক করতে হবে।

এই বিভাগের আরো খবর