বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪   বৈশাখ ১২ ১৪৩১

মুজিববর্ষে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখবেন নরেন্দ্র মোদি

প্রকাশিত: ১৬ নভেম্বর ২০১৯  

ডেস্ক রিপোর্ট (যুগের চিন্তা ২৪) : ঢাকায় মুজিববর্ষ উদযাপনের উদ্বোধনী অনুষ্ঠানে মূল বক্তব্য রাখবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী বছরের ১৭ই মার্চ বাংলাদেশের জাতির পিতা শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকি পালিত হবে। এ উপলক্ষ্যে ২০২০ সালকে ‘মুজিববর্ষ’ হিসেবে ঘোষণা করা হয়েছে। ২০২০-২০২১ সালের মধ্যে বছরব্যাপী অনুষ্ঠানের সূচনা হবে এই দিনে।


সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, আন্তর্জাতিক বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে ভারতীয় নের্তৃবৃন্দরা এই অনুষ্ঠান ও বছরব্যাপী উদযাপিত অনুষ্ঠানে অংশ নেবেন। 


বাংলাদেশের হাই কমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী এক বিবৃতিতে জানান, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ করা হয়েছে এবং তিনি তার অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন।’ ঢাকায় অবস্থানরত কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করে জানান, মোদি মূল বক্তব্য রাখবেন। 


সৈয়দ মোয়াজ্জেম আলী বলেন, ‘ভারতীয় বিভিন্ন রাজনীতিবিদদের মুজিব বর্ষ অনুষ্ঠানে আমন্ত্রণ করা হবে।’ কলকাতার বাংলাদেশ বইমেলায় অংশগ্রহণকালে এ কথা বলেন তিনি। 

 

দ্য হিন্দুকে দেয়া এক বিবৃতিতে তিনি বলেন, ‘ভারতীয় বিভিন্ন মুখ্যমন্ত্রী ও বিরোধী দলীয় নেতাদের আমন্ত্রণ করা হবে। মুজিববর্ষে ভারতের দিল্লি, কলকাতা ও আগরতলায় বিভিন্ন অনুষ্ঠান হবে। এছাড়া ভারতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসও বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করবে।’ 

 

ঢাকার কর্মকর্তারা জানান, ‘মুজিববর্ষের বিভিন্ন অনুষ্ঠানে প্রায় ৩০ জন বৈশ্বিক নেতাকে আমন্ত্রণ করা হয়েছে। তাদের মধ্যে প্রায় অনেকেই এরইমধ্যে উপস্থিত থাকার ব্যাপারে নিশ্চিত করেছেন। তবে পাকিস্তানকে এখানে আমন্ত্রণ করা হবে না।’

 

বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী উদযাপন কমিটির সভাপতি কামাল আব্দুল নাসের চৌধুরী বলেছেন, ‘বাংলাদেশ ও ভারত ছাড়াও লন্ডন, নিউইয়র্ক, টোকিও ও মস্কোতে বিভিন্ন অনুষ্ঠানের পরিকল্পনা করা হচ্ছে।’ 

 

দ্য হিন্দুকে দেয়া এক বিবৃতিতে তিনি বলেন, ‘আটটি উপ-কমিটি গঠন করা হয়েছে। আন্তর্জাতিক উপ-কমিটিগুলো বিদেশে কর্মসূচির বিবরণ দিচ্ছে। এছাড়া কলকাতাতে কয়েকটি যৌথ অনুষ্ঠানের আয়োজন করা হবে বলেও জানান তিনি।’

 

তিনি আরও জানান, ‘কলকাতার ২০২০ সালের বইমেলা বঙ্গবন্ধু’কে উৎসর্গ করা হবে। একাত্তরের মুক্তিযুদ্ধে যেসব ভারতীয় সাংবাদিকরা গুরুত্বপূর্ণ সব প্রতিবেদন তৈরি করেছিলেন তাদের অভিজ্ঞতা ভাগ করে নেয়ার উদ্দেশ্যে ঢাকায় তাদের আমন্ত্রণ জানানো হবে।’

এই বিভাগের আরো খবর