বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪   চৈত্র ১৪ ১৪৩০

মুক্তিযোদ্ধার সন্তান-নাতিদের পড়াশোনার জন্য ফান্ড তৈরি করা হবে

প্রকাশিত: ১০ জানুয়ারি ২০২০  

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : নারায়ণগঞ্জের জেলা প্রশাসক জসিম উদ্দিন বলেছেন, মুক্তিযোদ্ধার প্রজন্মের জন্য সরকারি চাকরিতে কোটা নেই। এজন্য আমরা মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য একটি ফান্ড তৈরি করবো। মুক্তিযোদ্ধা সংসদের টাকা দিয়েই এ ফান্ড তৈরি হবে। এ ফান্ড দিয়ে মুক্তিযোদ্ধার সন্তানদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য তৈরি করা হবে।


শুক্রবার (১০ জানুয়ারি) রাতে নগরীর বন্দর ঘাট এলাকায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 


অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার জায়েদুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোহাম্মদ আলী, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মনিরুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার এডভোকেট নুরুল হুদা, উপজেলা কমান্ডার শাহজাহান ভূইয়া জুলহাস, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক শরীফ উদ্দিন সবুজ প্রমুখ।

এই বিভাগের আরো খবর