শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৫ ১৪৩০

মিথ্যাবাদী

প্রকাশিত: ৪ জুন ২০১৯  

মিথ্যাবাদী তুমি সদা
মিথ্যা কথা কও,
মানুষকে ধোঁকা দিয়ে
দিব্যি সাধু হও।

 

নামাজ রোজা পড়ে সাজ
সাচ্চা মোসলমান,
মানুষেরই ক্ষতি করতে
কাঁদে না তোর প্রাণ!

 

মিথ্যা কথা ধর্মের শত্রু
শত্রু মানবতার,
মিথ্যা বলে ধর্ম করলে
পাবেনাতো পার।

 

ধর্মের আসল বাণী হলো
‘মানব সেবা করো’,
সে কথাটি বুঝেও তুমি
একবারও না স্মর!

 

নিজ স্বার্থ হাসিল করতে
ফন্দি-ফিকির কর,
জনতাকে ফাঁকি দিতে
মিথ্যার ঘোরায় চড়।

 

অর্থ-শক্তির দাপটে আজ
করো বাহাদুরী, 
সুযোগ পেলেই কর তুমি
অন্যের পকেট চুরি!

 

এমনিভাবে করছ ক্ষতি
সমাজের অহর্নিশ,
তুমি হলে দেশের শত্রু
দশের হলে বিষ।

 

আব্দুস ছাত্তার