বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪   বৈশাখ ১২ ১৪৩১

মাদক মামলায় রনির কারাদন্ড

প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০১৯  

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : ফতুল্লা দেওভোগ এলাকার রনি নামে এক মাদক ব্যবসায়ীকে ১ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। এছাড়াও ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদন্ডের রায় প্রদান করেছেন আদালত। 


সোমবার (২ সেপ্টেম্বর) সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাওসার আলমের আদালত এ রায় দেন। রায় ঘোষনার সময় আসামী রনি পলাতক ছিলেন। দন্ডপ্রাপ্ত আসামী রনি মুন্সিগঞ্জ জেলার বয়রাগাদী তালতলা এলাকার জয়নাল শেখের ছেলে। 


রায়ের সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত পাবলিক প্রসিকিউট জাকির হোসেন জানান, মাদকের একটি মামলায় রনি নামে এক ব্যবসায়ীর ১ বছরের কারাদন্ড ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। 


মামলার বিবরনীতে জানাগেছে, ২০১২ সালের ১৭ এপ্রিল রাত আনুমানিক দশটার দিকে গোপন সংবাদের ভিওিত্বে ফতুল্লা পঞ্চবটি এলাকায় পুলিশ অভিযান চালিয়ে রনিকে গ্রেফতার করে। 


এসময় তার দেহ তল্লাসী করে একটি ম্যাচের খোসা থেকে ২০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। পরে পুলিশ বাদী হয়ে ফতুল্লা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের -১৯৯০ এর ১৯(১) ধারায় মামলা দায়ের করেন। 
 

এই বিভাগের আরো খবর