শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৫ ১৪৩০

মাদক ব্যবসায়ীর ৬ মাসের কারাদণ্ড

প্রকাশিত: ২৩ মার্চ ২০২০  

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : রূপগঞ্জ থানায় ২০১১ সালের একটি মাদক মামলায় সেলিম (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে ৬ মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ২ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারদণ্ডে দণ্ডিত করেছেন আদালত।

 

সোমবার (২৩ মার্চ) দুপুরে সিনিয়র জুডিসিয়াল মাজিস্ট্রেট কাউসার আলমের আদালত এ রায় ঘোষণা করেন। এ সময় আসামি সেলিম অনুপস্থিত ছিল।  সাজাপ্রাপ্ত আসামি সেলিম (৩৮) রূপগঞ্জ থানার সাবাসপুর এলাকার মাওলার ছেলে।

 

আদালতের স্টাইনোটাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর সাইফুল মীর রায়ের সত্যতা নিশ্চিত করে জানান, সাক্ষীদের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত আসামি সেলিমকে  ৬ মাসের সশ্রম কারাদণ্ড, ২ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ১ মাসের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছেন।

 

প্রসঙ্গত, ২০১১ সালের ১৬ মার্চ ৮ টায় রূপগঞ্জ থানার সাবাসপুর এলাকার থেকে গাঁজা বিক্রির সময় হাতেনাতে সেলিমকে  আটক করে পুলিশ। ওই সময় তার দেহ তল্লাশী করে ৩০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। পরে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছিলো।

এই বিভাগের আরো খবর