বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪   বৈশাখ ১২ ১৪৩১

মাদক ও জঙ্গীবাদমুক্ত সমাজ গড়তে শিক্ষার বিকল্প নাই : হাসিনা গাজী

প্রকাশিত: ৯ নভেম্বর ২০১৯  

স্টাফ রিপোর্টাে (যুগের চিন্তা ২৪) : রূপগঞ্জ উপজেলা আওয়ামী মহিলালীগের সভাপতি ও তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজী বলেছেন, দেশে মেধাবী শিক্ষার্থীর হার বাড়লে দেশ দ্রুত উন্নত দেশে পরিণত হবে। পাশাপাশি মেধার বিকাশ ঘটিয়ে দেশের উন্নয়নে শিক্ষার্থীদেরও অগ্রণী ভূমিকা পালন করতে হবে। প্রতিটি শিক্ষার্থীকে মনে রাখতে হবে দেশের উন্নয়ন বাঁধাগ্রস্ত করতে দেশে জঙ্গীবাদ ও মাদকের বিস্তার ঘটানো হচ্ছে। তাই মাদক ও জঙ্গীবাদমুক্ত সমাজ গড়তে শিক্ষার কোন বিকল্প নাই।

 

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার উন্নয়নে খুবই আন্তরিক। এ কারণেই দেশের শিক্ষা ক্ষেত্রে ব্যাপক উন্নয়নের ছোঁয়া লেগেছে।

 

শনিবার (৯ নবেম্বর) বিকেলে রূপগঞ্জ উপজেলার ৪১ নং গুতুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

মেয়র হাসিনা গাজী বলেন, দেশের উন্নতি করতে হলে শিক্ষা ব্যবস্থার উন্নতি করতে হবে। সকল শিক্ষার্থীদের আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। শিক্ষার্থীরাই দেশের শ্রেষ্ঠ সম্পদ।তাদেরকে সুশিক্ষায় মানুষ করে তোলা আমাদের প্রত্যেকের দায়িত্ব।


 
শিক্ষাক্ষেত্রে সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের বিবরণ দিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ২৬ হাজার প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করেছেন। বছরের প্রথম দিনে বিনামূল্যে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিচ্ছেন। শেখ হাসিনা যত দিন ক্ষমতায় থাকবেন ততো দিন বিনামূল্যে বই বিতরণ করা হবে।

 

এসময়  উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা জাহেদা আখতার, উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আব্দুর রহিম, কাঞ্চন পৌরসভার কাউন্সিলর মিনারা বেগম, আওয়ামী লীগ নেতা এডভোকেট তায়েবুর রহমান, যুবলীগ নেতা আজিম খন্দকার, ভোলাবো ইউনিয়ন যুব মহিলালীগের সভাপতি ছালমা আক্তার, সাধারন সম্পাদক সুলতানা আক্তার, শিক্ষানুরাগী মাসুদ পারভেজ, ৪১ নং গুতুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নাসরিন আক্তার, প্রধান শিক্ষক মমতাজ উদ্দিন প্রমুখ।

এই বিভাগের আরো খবর