শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪   বৈশাখ ৬ ১৪৩১

মাতৃভাষার চর্চা দুর্বল হলে আমাদের দেশপ্রেমও দুর্বল হবে : সবুজ

প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২০  

যুগের চিন্তা ২৪ : মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি শরীফ উদ্দিন সবুজ বলেছেন, পাকিস্তান আমলে উর্দুর আগ্রাসনের বিরুদ্ধে ভাষা আন্দোলন হয়েছিলো। আর এখন আমরা হিন্দির আগ্রাসনের কবলে রয়েছি।বিভিন্ন চ্যানেলে প্রচারিত হিন্দি কার্টুন ছবিগুলির কারণে বাচ্চারা হিন্দি শিখছে। হিন্দি সিনেমার কারণে আমরা ফেসবুকে তরুণ-তরুণীদের লেখায় বা এমনিতে তাদের কথা বলায় হিন্দির ব্যবহার দেখতে পাই।


তিনি বলেন, ‘দিনভর আনন্দ’র জায়গায় অনেকেই লিখছে ‘দিনভর মাস্তি’। ‘আজবকে’ লিখছে ‘আজিব’। হিন্দির পাশাপাশি ইংরেজির আগ্রাসনও চলছে। একুশের প্রভাত ফেরি অনেক আগেই একুশের র‌্যালি হয়ে গেছে। মাতৃভাষার চর্চা মানুষকে দেশপ্রেমিক করে তোলে। ভাষা আন্দোলনের পরিণতিতেই মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম। মাতৃভাষার চর্চা দুর্বল হলে আমাদের দেশপ্রেমও দুর্বল হবে। আমরা বিদেশি আধিপত্যের কাছে নত হতে বাধ্য হবো। 


শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রভাত ফেরি তিনি এসব কথা বলেন।এর আগে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্যরা নগরীর বালুর মাঠ এলাকায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের নিচে জড়ো হন। পরে তারা চাষাড়াস্থ নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনারে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। 


এসময় উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সহসভাপতি ভূইয়া মুরাদ, সাব্বির আলম রিংকু, শেখ কামাল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজিব, সৈয়দ রাশেদুল হাসান, জহিরুল হক, ফারহানা দিবা, মোহাম্মদ মিলন, ইয়াসির ইবনে মিজান, হালিম সাউদ, কামরুজ্জামান দেওয়ান, মোহাম্মদ উজ্জ্বল হোসেন, মোহাম্মদ রুবেল, মাহবুব হাসান রনি, মোহাম্মদ শামীম, মিশুক দেওয়ান, ফারুক হোসেন, জসিম।

এই বিভাগের আরো খবর