বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪   বৈশাখ ১১ ১৪৩১

মহাকাল যাত্রী

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০১৯  

তোমার অবিশ্বাসী চোখ, সন্দেহের তীর
আমার দিকে; যখন বলেছি আসবো ফিরে।
মেঘের পিঠে হাওয়ায় দুলে ধানসিঁড়ির তীরে, 
রেখেছি কথা এসেছি ফিরে। 

 

তোমার বিস্ময়ভরা সজল চোখ!
প্রশ্নবাণে শোনালে হাজারমুঠো অভিযোগ।
নিভৃত রজনীর প্রান্ত ছুঁয়ে পুছ করলে,
"কী এনেছো তুমি?"
জেগে থাকা পাখির গান, মায়াভরা শিশুর 
কোলাহল, আরও এনেছি হৃদয় ভর্তি
ভালোবাসা যা সবচে'দামি।

 

না হয় জীবনের ভাঙাচোরা আলপথে 
তরুণ ঘাসের শিশির ছুঁয়ে ফোটাবো স্বপ্নের রঙিন ফুল।
জোছনার জলে প্রেমের আখ্যানে 
ভিজে দু'জনে হব মহাকাল যাত্রী অতুল।


স্বজন নাহিদ