শনিবার   ২০ এপ্রিল ২০২৪   বৈশাখ ৭ ১৪৩১

মন্ত্রী গাজীর নির্দেশনায় ৩ শতাধিক পরিবারকে খাদ্যসামগ্রী বিতরণ

রূপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৪ মে ২০২০  

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক ও গাজী গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক গাজী গোলাম মর্তুজা পাপ্পা'র নির্দেশনায় রূপগঞ্জে প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র ৩ শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। 

 

বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের বাগবের, কেয়ারিয়া, সিটি মার্কেট, পূর্বাচল ৯নং সেক্টর, গোয়ালপাড়া, টেকনোয়াদ্দা এলাকায় রূপগঞ্জ ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মনিরুজ্জামান বাদশার উদ্যোগে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। 

 

এসময় রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছালাউদ্দিন ভুঁইয়া, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মনিরুজ্জামান বাদশা, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সামসুল প্রধান, ৪নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মিয়াজ উদ্দিন, রূপগঞ্জ ইউনিয়ন তাতী লীগের সভাপতি আলম মিয়া, মনির মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। 

এই বিভাগের আরো খবর