বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪   চৈত্র ১৪ ১৪৩০

ভ্রাম্যমাণ আদালতে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে ১৯ হাজার জরিমানা

প্রকাশিত: ১৯ আগস্ট ২০১৯  

বন্দর (যুগের চিন্তা ২৪) : বন্দরে অস্বাস্থ্যকর পরিবেশ ও পোড়া তেলের ব্যবহার করে খাবার প্রস্তুত করার অপরাধে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে ১৯ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

 

সোমবার (১৯ আগস্ট) দুপুরে বন্দর বাসস্ট্যান্ড, নবীগঞ্জ বাজার এলাকায় মোবাইল কোর্ট বসিয়ে এ জরিমানা করা হয়। বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা পিন্টু বেপারী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

 

জানা গেছে, অস্বাস্থ্যকর পরিবেশ কারনে বন্দর বাসস্ট্যান্ড সংলগ্ন ফুড স্টেশনকে ১০ হাজার টাকা ও নবীগঞ্জ বাজারের কৃষ্ণা মিষ্টি ঘরকে ৫ হাজার ও দেওয়ান মিষ্টি ঘরকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। ৩টি প্রতিষ্ঠানকে পোড়া তেলের ব্যবহার, খাদ্য অস্বাস্থ্যকর পরিবেশে প্রস্তুতসহ বিভিন্ন কারণে জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ এবং ৪৩ ধারার অপরাধে প্রতিষ্ঠানগুলোকে এ  জরিমানা করা হয়। 

এই বিভাগের আরো খবর