বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪   বৈশাখ ১২ ১৪৩১

ভোলায় হত্যার বিচারের দাবিতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ শুক্রবার

প্রকাশিত: ২৩ অক্টোবর ২০১৯  

সংবাদ বিজ্ঞপ্তি (যুগের চিন্তা ২৪) : ভোলার বোরহান উদ্দিনে মহানবী (সা.)-কে নিয়ে কটুক্তির প্রতিবাদে আন্দোলনরত মুসল্লিদের ওপর চালানো নির্মম হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে মহানগর ইসলামী আন্দোলন।

 

কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (২৫ অক্টোবর) বিকাল ৩টায় ডি.আই.টি চত্বর থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হবে।


বুধবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় সাধারণ সম্পাদক মুহা. সুলতান মাহমুদের পরিচালনায় এক যৌথ সভায় এ ঘোষণা দেওয়া হয়। সংগঠনের প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহা. বিল্লাল হোসাইন খান কর্তৃক গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।


এ সময় মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বলেন, সপ্রধানমন্ত্রী বা তার বাবার কটুক্তিকারীদের জন্য আইন করলে আমাদের প্রাণের নবী (সা.)-কে ব্যঙ্গ করার ব্যাপারে কোন আইন পাশ করা হয় নাই। এটা বড়ই দুঃখজন। যার ফলে কটুক্তিকারীরা যেকোন সময়ই আমাদের পেয়ারা নবীকে গালি দিতে দ্বিধা করে না। 


তিনি আরও বলেন, অনতিবিলম্বে এই ব্যাপারে আইন পাশ করতে হবে। পাশাপাশি ভোলায় নির্মম হত্যাকারীদের বিচারের আওতায় আনতে হবে।


                                        
যৌথ সভায় উপস্থিত ছিলেন, ইসলামী শ্রমিক আন্দোলন মহানগরের সভাপতি আলহাজ¦ শেখ হাসান আলী, ইশা ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুহা. ইমদাদুল হক প্রমুখ।

এই বিভাগের আরো খবর