শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪   বৈশাখ ৫ ১৪৩১

ভিমড়ুলের আক্রমনে হোমিওপথিক চিকিৎসক আহত

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০১৯  

আড়াইহাজার (যুগের চিন্তা ২৪) : আড়াইহাজারে শুক্রবার ভিমড়ুলের  আক্রমনে সঞ্জয় দাস (৫৫) নামে এক হোমিওপথিক চিকিৎসক আহত হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

 

তিনি আড়াইহাজার পৌরসভা বাজারে একটি ফাসের্মীতে চিকিৎসা সেবা দিয়ে থাকেন। তিনি মাধবদীথানাধীন খড়িয়া এলাকার শিতেশ চন্দ্র দাসের ছেলে।

 

আহত সঞ্জয় দাস জানান, সকালে তিনি বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে যান। ফিরার সময় পাশেই একটি গাছে ভিমড়ুলের বাসা থেকে তকে আক্রমণ করা হয়। 

 

এ সময় তার শরীরিরের বিভিন্ন স্থানে ১০ থকে ১২টি হুলফুটিয়ে দেয়া হয়। পরে আত্মরক্ষার্থে তিনি পুকুরে ঝাঁপিয়ে পড়েন। তার ডাকচিৎকার শুনে আশপাশের লোকজন তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে। 

 

আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক তাসলিমা বলেন, আহত ব্যক্তিকে চিকিৎসা দেয়া হয়েছে। আপাতত তিনি শঙ্কা মুক্ত।
 

এই বিভাগের আরো খবর