বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪   বৈশাখ ১২ ১৪৩১

ভিক্টোরিয়ার কার্যক্রম শুরু, করোনার জন্য প্রস্তুত হচ্ছে ৩শ’ শয্যা

প্রকাশিত: ৯ এপ্রিল ২০২০  

যুগের চিন্তা রিপোর্ট : নারায়ণগঞ্জ জেনারেল হাপাসাতালকে (ভিক্টোরিয়া) জীবাণুমুক্ত করার দুই দিন পর আজ বৃহস্পতিবার সকাল থেকে ফের কার্যক্রম শুরু করা হয়েছে। এ ছাড়া শহরের খানপুরে অবস্থিত ৩০০ শয্যার হাসপাতালকে শুধু করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য প্রস্তুত করা হচ্ছে।

 

জেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্যসচিব ও জেলা সিভিল সার্জন মোহাম্মদ ইমতিয়াজ আজ প্রথম আলোকে এ তথ্য জানান। তিনি বলেন, ১০০ শয্যার জেনারেল হাসপাতাল জীবাণুমুক্ত করার পর হাসপাতালের কার্যক্রম শুরু হয়েছে।

 

গত সোমবার এই হাসপাতালকে জীবাণুমুক্ত করতে জরুরি বিভাগ বন্ধের ঘোষণা দেন জেলা সিভিল সার্জন। ৩০০ শয্যার নারায়ণগঞ্জ হাসপাতালকে আইসোলেশন হাসপাতাল করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সেই মোতাবেক কাজ চলছে।

 

খোঁজ নিয়ে জানা গেছে, জরুরি প্রয়োজনে শহরের মন্ডলপাড়ায় অবিস্থত ১০০ শয্যার নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালকে করোনা রোগীদের চিকিৎসার জন্য প্রস্তুত করার প্রস্তুতি ছিল জেলা স্বাস্থ্য বিভাগের। কিন্তু হাসপাতালটি শহরের ভেতরে ঘিঞ্জি এলাকায় অবস্থিত এবং আশপাশে আবাসিকসহ বিভিন্ন স্থাপনা রয়েছে।

 

অন্যদিকে ৩০০ শয্যার হাসপাতালের আশপাশে কোনো স্থাপনা নেই, ফাঁকা জায়গা আছে। সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী ৩০০ শয্যার হাসপাতালকে করোনার চিকিৎসার জন্য কাজে লাগানোর প্রস্তাব দেন। স্বাস্থ্য মন্ত্রণালয় এতে সাড়া দিয়ে হাসপাতালটিকে প্রস্তুত করার নির্দেশ দিয়েছে।

তথ্যসূত্র : প্রথম আলো
 

এই বিভাগের আরো খবর