বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪   বৈশাখ ১২ ১৪৩১

ভাষার মাসে মুনীর চৌধুরীর ‘কবর’ নাটক মঞ্চস্থ করবে উন্মেষ

প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২০  

যুগের চিন্তা ২৪ : বছরব্যাপী বিভিন্ন আয়োজনের মধ্যদিয়ে উন্মেষ সাংস্কৃতিক সংসদ উদযাপন করছে ৩০ বছর পূর্তি উৎসব। এর ধারাবাহিকতায় আগামী শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) আয়োজন করতে যাচ্ছে শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরীর রচনায় রাষ্ট্র ভাষার প্রেক্ষাপটে রচিত একমাত্র নাটক ‘কবর’। এদিন আলী আহম্মেদ চুনকা নগর মিলনায়ত ও পাঠাগারে বিকেল ৫টা ও সন্ধ্যা ৭টা দু’টি প্রদর্শনী হবে।

 

নাটকে বিশেষভাবে উপস্থিত থাকবেন শহীদ মুনীর চৌধুরীর পুত্র নাট্যজন আসিফ মুনীর। এবারও স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের নিয়ে থাকবে বিকেল ৫টায় প্রদর্শনীটি। নামমাত্র দর্শনীর বিনিময়ে নাটকটি দেখার জন্য উন্মেষ সকল নাট্য প্রেমীদের বিশেষভাবে অনুরোধ জানাচ্ছে।

 

সোয়েব মনিরের নির্দেশনায় এ নাটকটি নতুন আঙ্গিকে মঞ্চস্থ হবে। এর পূর্বেও উন্মেষ বহুবার এ নাটকটি নবম-দশম শ্রেণির ছাত্র-ছাত্রীদের দর্শক করে মঞ্চস্থ করেছে। সে সময় নাটকটি নবম-দশম শ্রেণির পাঠ্য ছিল। এবার ৩০ বছরপূর্তি উৎসববের বিভিন্ন আয়োজনের মধ্য নাটকটির উপর বিশেষ দৃষ্টি দিয়ে মঞ্চায়নের সিদ্ধান্ত গ্রহণ করে। 

 

১৯৫৩ সালে মুনীর চৌধুরী কারাগারে বসে সে সময়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারে মঞ্চস্থ করার উপযোগী ‘কবর’ নাটকটি রচনা করেন। সে বছরই কারাগারে এটি মঞ্চস্থ করেন। এ নাটকে মুনীর চৌধুরী অত্যন্ত নিপুণভাবে ১৯৫২ এর ২১ ফেব্রুয়ারি কীভাবে ভাষার দাবিতে আন্দোলনকারী ছাত্রদের উপরে নির্বিচারে পাকিস্তানী স্বৈরশাসক গুলি করে হত্যা এবং সে লাশ মাটি চাপা দেওয়ার অপপ্রয়াসে লিপ্ত ছিল, তুলে ধরেন।

এই বিভাগের আরো খবর