বুধবার   ২৪ এপ্রিল ২০২৪   বৈশাখ ১১ ১৪৩১

ভাষা আন্দোলনে না’গঞ্জের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিলো : শাজাহান ভূইয়া

প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২০  

যুগের চিন্তা ২৪ : নারায়ণগঞ্জ সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার শাজাহান ভূইয়া জুলহাস বলেছেন, ভাষা আন্দোলনে নারায়ণগঞ্জের ভূমিকা ছিলো গুরুত্বপূর্ণ। নারায়ণগঞ্জের বিপুল সংখ্যক মানুষ ভাষা আন্দোলনে যোগ দিয়েছিলো। নতুন প্রজন্মকে এ ইতিহাস জানতে হবে। ভাষা আন্দোলনের ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাস না জানলে নতুন প্রজন্ম এগিয়ে যেতে পারবে না। 


মুক্তিযোদ্ধা হাসান আলী প্রধান সাংস্কৃতিক সংগঠন আয়োজিত চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শুক্রবার (২১ ফেব্রোয়ারি) সকাল ১১ টায় সিদ্ধিরগঞ্জের গোদনাইল উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।


নাসিক ১০ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী ইফতেখার আলম খোকনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, দৈনিক সংবাদের চীফ রিপোর্টার সালাম জুবায়ের, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের জেলার সভাপতি শরীফ উদ্দিন সবুজ, কাউন্সিলর রুহুল আমিন মোল্লা, মুক্তিযোদ্ধা মোহর আলী, মুক্তিযোদ্ধা নুর হোসেন মোল্লা, মুক্তিযোদ্ধা রমজান আলী, মুক্তিযোদ্ধা মজিবুর রহমান সাউদ, মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মোল্লা প্রমুখ। 

এই বিভাগের আরো খবর