বুধবার   ২৪ এপ্রিল ২০২৪   বৈশাখ ১১ ১৪৩১

ভার্চুয়াল প্রেম

প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০১৯  

: সবুজ ভালবাসা বড্ড অবুঝ, না?
: জানি না।
: জানো না তা ঠিক। তবে তোমার ভালোবাসা পেয়ে অনেকের বিকেল রঙিন হয়ে ওঠে।
: আচ্ছা।
: শুধু আমি ছাড়া।
: আচ্ছা। তাই মনে হলো।

: আমার তৃষ্ণা বড় বেশি। ভাগের সমুদ্রেও মেটে না।
: আচ্ছা।

 

: আচ্ছা।
: তুমি বুঝি ব্যস্ত?
: নাহ। ব্যস্ত মানুষ কখনো বিষণ্ন রাতের গজল গায় না। কারো দুয়ারে মাথা ঠোকে না।
: তোমার বড্ড অভিমান!
: অভিমানের অসুখে জন্ম আমার।
: তুমি শুধু শুধু...
: হয়তো বাড়াবাড়িই করি!
: হুম।


: কী করবো বলো? যে রোদ তোমার কপালে চুমু খায়, ইচ্ছে করে তাকে গলাটিপে হত্যা করি।
: আচ্ছা।
: যে বাতাস তোমার চুল উড়িয়ে নেয়, ইচ্ছে পুড়ে ফেলি মনের আগুনে।
: বুঝলাম।
: তুমি কিছুই বোঝ না!
: তুমি জ্ঞানী। আমার কি সাধ্য তোমার মতো বুঝি!

 

: তুমি জানো না, তুমি কী! পাহাড় থেকে নেমে আসা স্রোতস্বিনী নদী।
: আচ্ছা।
: ভেসে যাও। ভাসিয়ে দাও কত কাউকে। কত কেউ বেঁচে ওঠে তোমার সংস্পর্শে। আমি ছাড়া।
: তুমি অকৃতজ্ঞ।
: হয়তো।
: এত পাও, তবু মন ভরে না?
: আমার তৃষ্ণার বুক। যখন পাই না, মনে হয় কবে পাবো। যখন পাই, মনে হয়, কেন হারাবো! কেন আমাকেই হারাতে হবে বারবার?
: আচ্ছা।

 

: তুমি ব্যস্ত?
: হুম... নাহ!
: কেন আমার মন ভরে না জানো? তুমি কেন একার আমার নও। তুমি কেন আলোকচূর্ণের মতো ছড়িয়ে পড়ো দিগদিগন্তে!
: যাই, ভালো থেকো 


রাকিবুল রকি