বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪   বৈশাখ ১২ ১৪৩১

ব্রাহ্মণগাঁয়ে লোকনাথ ব্রহ্মচারীর ১২৯ তম তিরোধান উৎসব অনুষ্ঠিত

প্রকাশিত: ৩ জুন ২০১৯  

যুগের চিন্তা ২৪ : শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১২৯ তম তিরোধান পালিত হয়েছে। সোমবার (৩ জুন) কেরাণীগঞ্জের কোন্ডা ইউনিয়নের ব্রাহ্মণগাঁও লোকনাথ মন্দিরে দিনব্যাপী এ অনুষ্ঠান পালন করা হয়। অনুষ্ঠারে মধ্যে ছিল-সকালে ঊষা কীর্তণ, বাবার বাল্যভোগ, সকাল সাড়ে ১০টায় গীতা পাঠ মধ্যাহ্নে রাজভোগ, প্রসাদ বিতরণ এবং বিকাল ৫টায় আলোচনা সভা। 

 

‘মানব সেবায় শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠানে মন্দির কমিটির সহ-সভাপতি বিজয় চন্দ্র দাসের সভাপতিত্বে ও সাংবাদিক রণজিৎ মোদকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ গীতা সংঘের প্রকাশনা সম্পাদক শ্রী গোবিন্দ লাল সরকার। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, কবি ও সাংবাদিক দীপক ভৌমিক। 


এ সময় আরও আলোচনা করেন ইস্টার্ন আইডিয়াল কলেজ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক শ্রী মৃত্যুঞ্জয় দত্ত, ডা. পরেশ চন্দ্র মন্ডল ও সমাজ দর্পণের নির্বাহী সম্পাদক শ্রী বিমল চন্দ্র চক্রবর্তী। 

 

আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণগাঁও লোকনাথ মন্দির কমিটির সহসভাপতি জহরলাল সরদার, সাধারণ সম্পাদক শ্রী অবিনাশ সরকার, সাংগঠনিক সম্পাদক ডা.পরিতোষ দাস ও কোষাধ্যক্ষ অবিনাশ রক্ষিতসহ মন্দির কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

 

শ্রী অবিনাশ সরকার জানান, আমাদের ব্রাহ্মণগাঁও লোকনাথ মন্দিরে সুন্দর সুষ্ঠুভাবে বাবা লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান উৎসব অনুষ্ঠিত হওয়ায় আমরা সকল ভক্তবৃন্দ আনন্দিত। এরকম সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করার চেষ্টা ভবিষ্যতেও আমাদের থাকবে।


এছাড়াও নারায়ণগঞ্জের নয়ামাটি লোকনাথ মন্দির, মাসদাইর শশ্মানের লোকনাথ মন্দির, দেওভোগ লোকনাথ মন্দিরসহ বেশকিছু মন্দিরে লোকনাথ বাবার ১২৯তম তিরোধান দিবস অনুষ্ঠিত হয়েছে।

এই বিভাগের আরো খবর