শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৪ ১৪৩০

ব্যথা মানেই তুমি

প্রকাশিত: ১ অক্টোবর ২০১৯  

ভাদু পূজার দিন চলে যায়, ভাদু পূজার দিন,
বুকের ভেতর একটু ব্যথা বিষন্ন চিনচিন।

 

আজও আমি ভাসিয়ে দিলাম মন-বাইচের নাও,
নাওয়ার ছলে তুমি যদি গাঙের ঘাটে যাও--
চণ্ডীদাসের কাব্য হবে, নাব্য নদীর কূল
সাক্ষ্য দেবে--দুইটি হৃদয় একান্তে মশগুল।

 

একটা বছর আশায় থাকি, ঘুম-নিদ্রাহীন
তোমর হাতের ছাতু খাব, ভাদু পূজার দিন।
বায়না তুমি ধরবে জানি, আমার কি হয় ভুল
তোমর খোঁপায় গুঁজে দেব কচুরিপানার ফুল!

 

সেসব এখন শুধুই স্মৃতি, ছিন্ন খেরোখাতা
ভাদু পূজার দিন ফুরালো, বুকের মাঝে ব্যথা
ব্যথাটুকু আগলে রাখি, ব্যথা মানেই তুমি
শেষ ভাদরে গাঙে জোয়ার; হৃদয়ে মরুভূমি।

 

চাণক্য বাড়ৈ