শনিবার   ২০ এপ্রিল ২০২৪   বৈশাখ ৭ ১৪৩১

বীর মুক্তিযোদ্ধা কুব্বাত হোসেন আর নেই, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

প্রকাশিত: ৫ জুলাই ২০১৯  

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) :  ১৭ নং ওয়ার্ডের জল্লার পাড়া (আমহাট্টা)  এলাকার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা কুব্বাত হোসেন আর নেই।


তিনি নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় শুক্রবার (৫ জুলাই) সকাল নয়টায় শেষ নিঃশাষ ত্যাগ করেন (ইন্নানিল্লাহে-----রাজিউন)। 


মৃত্যুকালে তার বয়স হয়েছিল নব্বই বছর। তিনি তিন ছেলে তিন মেয়েসহ আত্বীয় স্বজন ও অসংখ্যগুনগ্রাহি রেখে গেছেন। এদিনই দুপুরে বাদ জুম্মা জল্লারপাড়া (আমহাট্টা) জামে মসজিদে মরহুমের নামজের জানাজা অনুষ্ঠিত হয়। 


জানাযা শেষে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা বারিক উপস্থিত থেকে নিহতের কফিনে রাষ্ট্রীয় মর্যাদায় সালাম প্রদর্শন করেন। পরে তার মৃতদেহ পাইকপাড়া বড় কবরস্থানে দাফন করেন।


এসময় নারায়ণগঞ্জ এসময় উপস্থিত ছিলেন, জেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার সামিউল্লাহ মিলন, জেলা মুক্তিযোদ্ধো ডেপুটি কমান্ডার এ্যাডভোকেট নুরুল হুদা, নারায়ণগঞ্জ সদর উপজেলা কমান্ডার শাহজাহান ভূইয়া জুলহাস, মুক্তিযোদ্ধাকালিন কমান্ডার আমিনুর রহমান ১৭ নং ওয়ার্ড কাউন্সির আব্দুল করিম বাবু, সাবেক কাউন্সিলর অলি ভূইয়া, জেলা যুবলীগ সভাপতি আব্দুল কাদির, পাইকপাড়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুদ্দিন আহম্মেদ, মুক্তিযোদ্ধা মোহর আলী চৌধুরী, শফিউদ্দিন, আব্দুর রাশেদ রাশু, নান্নু মিয়া, আলহাজ শহিদুল্লা, আলী রেজা রিপন, নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সাধারন সম্পাদক আহাম্মদ আলী রেজা উজ্জলসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গগণ। 


জানাজা রশষে কুব্বাত হোসেনের ছেলে নূর হোসেন তার পিতার মৃত্যুতে পরিবারের পক্ষ থেকে সকলের নিকট দোয়া চেয়েছে।


উল্লেখ্য, কুব্বাত হোসেন মুক্তিযোদ্ধ চলাকালীন ২ নং সেক্টরে কে ফোর্স খালেদ মোশারফের অধীনে রনাঙ্গনে মুক্তিযোদ্ধে অংশ গ্রহন করেন। 
 

এই বিভাগের আরো খবর