শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৫ ১৪৩০

বিসিবিতে আজ দুপুরে দোয়া মাহফিল

প্রকাশিত: ১৮ মার্চ ২০১৯  

ডেস্ক রিপোর্ট (যুগের চিন্তা ২৪) : নিউজেল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদ আল নুরে নারকীয় হত্যাযজ্ঞের ঘটনায় নিহত হয়েছেন অর্ধশত মানুষ। ভাগ্য অনেক বেশি ভালো এবং আল্লহর অশেষ রহমতের কারণে ওই ঘটনায় আক্রান্ত হওয়া থেকে মাত্র ১০মিনিটের ব্যবধানে বেঁচে যান বাংলাদেশ দলের ক্রিকেটাররা। যারা ওই সময় জুমার নামাজ পড়ার জন্য সেই মসজিদের সামনে উপস্থিত হয়েছিলেন।


ক্রাইস্টচার্চে সেই নৃশংস ও পৈশাচিক ঘটনায় ৫০ জনের প্রানহানির ঘটনার পর শনিবার রাতে জাতীয় ক্রিকেট দল নিরাপদে দেশে ফিরে আসে। সেখানে নিহতদের রুহের মাগফেরাত এবং জাতীয় ক্রিকেট দল নিরাপদে ফিরে আসার শুকরিয়া স্বরূপ মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামস্থ বিসিবি অফিসে আজ (সোমবার) দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।


সোমবার (১৮ মার্চ) দুপুর দুইটায় শেরে বাংলা স্টেডিয়ামে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বোবার (১৭ মার্চ) সন্ধ্যায়বিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এই বিভাগের আরো খবর