শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৫ ১৪৩০

বিশ্বজুড়ে করোনায় মৃতের সংখ্যা ২ লাখ ৮৫ হাজার ছাড়াল

প্রকাশিত: ১২ মে ২০২০  

আান্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাসের সংক্রমন ঠেকাতে পারছে কেউ। পুরো বিশ্ব উঠে পড়ে লেগেছে এই মহামারি ভাইরাসকে কাবু করতে। কিন্তু কবে এই ভাইরাস থেকে মুক্তি মিলবে তা কেউ বলতে পারছে না। এদিকে  বিশ্বজুড়ে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ২ লাখ ৮৫ হাজার ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এ তথ্য জানিয়েছেন।


বিশ্ববিদ্যালয়টির ওয়েবসাইটে বলা হয়েছে, করোনাভাইরাস বৈশ্বিক মহামারিতে এ পর্যন্ত বিশ্বের ১৮৭টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে। বিভিন্ন দেশের সরকারি হিসাব অনুযায়ী, এ পর্যন্ত বিশ্বজুড়ে মোট আক্রান্তের সংখ্যা ৪১ লাখ ৭৫ হাজার ২৮৪। এরমধ্যে দুই লাখ ৮৫ হাজার ৯৭১ জনের মৃত্যু হয়েছে।


জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় আরও জানিয়েছে, এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ১৩ লাখ ৪৭ হাজার ৩৮৮। মৃত্যু হয়েছে ৮০ হাজার ৩৯৭ জনের। মৃতের হিসাবে দ্বিতীয় স্থানে রয়েছে যুক্তরাজ্য। দেশটিতে মৃতের সংখ্যা ৩২ হাজার ১৪১। আর আক্রান্ত হয়েছে দুই লাখ ২৪ হাজার ৩৩২ জন। মৃতের হিসাবে তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ইতালি। দেশটিতে মৃতের সংখ্যা ৩০ হাজার ৭৩৯। মোট আক্রান্তের সংখ্যা দুই লাখ ১৯ হাজার ৮১৪।


২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। উৎপত্তিস্থল চীনে ৮৩ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হলেও সেখানে ভাইরাসটির প্রাদুর্ভাব কমে গেছে। তবে বিশ্বের অন্যান্য দেশে এই ভাইরাসের প্রকোপ বাড়ছে। চীনের বাইরে করোনাভাইরাসের প্রকোপ ১৩ গুণ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে গত ১১ মার্চ দুনিয়াজুড়ে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
 

এই বিভাগের আরো খবর