বুধবার   ২৪ এপ্রিল ২০২৪   বৈশাখ ১১ ১৪৩১

বিপদজ্জনক ভাইরাস নিয়ে রাজনীতি করবেন না: ডাব্লিউএইচও

প্রকাশিত: ৯ এপ্রিল ২০২০  

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে (ডাব্লিউএইচও) আর্থিক সহায়তা না দেওয়ার হুমকিতে হতবাক হয়েছেন সংস্থাটির প্রধান টেড্রোস আধানম গেব্রেইয়েসেস। করোনাভাইরাসের মহামারি সংকটে যুক্তরাষ্ট্র ও চীনকে রাজনীতি না করার আহবান জানিয়েছেন। 

টেড্রোস চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিমান চলাচলে নিষেধাজ্ঞা দেওয়ায় ট্রাম্প প্রশাসনের সমালোচনা করেন। তাতে প্রেসিডেন্ট ট্রাম্প চীনের পক্ষ নেওয়ার অভিযোগ করেন। আর্থিক সহায়তা না দেওয়ার হুমকিও দেন। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক বলেন, ’সময়টা হুমকি দেওয়ার নয়। সকল রাজনৈতিক দলের উচিত মানুষদের বাচানোর পদক্ষেপ নেওয়া। বিপদজ্জনক  ভাইরাস নিয়ে দয়া করে রাজনীতি করবেন না।’ যুক্তরাষ্ট্র ও চীনকে এই বিপদজ্জনক ভাইরাসের বিরুদ্ধে এক সাথে লড়াইয়ের আহবান জানান ট্রেড্রোস, ’অনুগ্রহ করে ঐকবদ্ধ থাকুন এবং কোভিড-১৯-কে রাজনীতির জন্য ব্যবহার করবেন না। করোনাভাইরাসের বিরুদ্ধে একসঙ্গে লড়াই করা উচিত।’
 

এই বিভাগের আরো খবর