শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৫ ১৪৩০

বিদেশ ফেরতরা তথ্য গোপন করলে পাসপোর্ট বাতিল

প্রকাশিত: ২৬ মার্চ ২০২০  

যুগের চিন্তা রিপোর্ট : বন্দর উপজেলায় মার্চ মাসে দেশে আসা বিদেশ ফেরতরা তথ্য গোপন করলে তাদের পাসপোর্ট বাতিল করার হুশিয়ারি দিয়েছেন বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকার। এমনকি তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছেন তিনি। বুধবার (২৫ মার্চ) দুপুরে তিনি এই হুশিয়ারি দেন। 

নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকার বলেন, বন্দর উপজেলায় মার্চ মাসে আগত সকল প্রবাসীদের জন্য আমি এই হুশিয়ারি দিয়েছি। তারা যদি তথ্য গোপন করেন এবং তথ্য না দেন তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থসহ তাদের পাসপোর্ট বাতিল করা হবে।

তিনি আরো বলেন, তথ্য প্রদানের জন্য ২৫ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত সময় দেয়া হয়েছে। বিদেশ ফেরতরা ইউএনও অফিস, থানায় কিংবা ইউনিয়ন চেয়ারম্যানের কাছে এই তথ্য পৌঁছে দিবেন। তথ্য দেয়ার জন্য বিদেশ ফেরত ব্যক্তি কোনভাবেই থানায় যাবেন না। তার পক্ষে কেউ থানায় গিয়ে তথ্য দিবেন।
 

এই বিভাগের আরো খবর