বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪   বৈশাখ ১২ ১৪৩১

বিজয় দিবসে খেলাঘরের পতাকা মিছিল

প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০১৯  

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : মহান বিজয় দিবসে ‘মুক্তি যুদ্ধের চেতনায় নতুন প্রজন্মকে গড়ে তোল’ এ স্লোগানকে সামনে রেখে জাতীয় পতাকা হাতে মিছিল করেছে নারায়ণগঞ্জ জেলা খেলাঘর আসর।কেন্দ্রীয় শহিদ মিনার থেকে শুরু হওয়া মিছিলটির শুরুতেই বিশাল আকৃতির একটি জাতীয় পতাকা বহন করে নিয়ে যায় খেলাঘরের কর্মীরা। মিছিলে অন্যদের হাতেও ছিল লাল-সবুজের জাতীয় পতাকা।

 

সোমবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে কেন্দ্রীয় শহিদ মিনার থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বঙ্গবন্ধু সড়ক হয়ে নগর ভবনের সামনে গিয়ে শেষ হয়।

সকাল থেকেইে শহরের বিভিন্ন জায়গা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে কেন্দ্রীয় শহিদ মিনারে এসে জড়ো হতে থাকে খেলাঘরের বিভিন্ন শাখা আসরের কর্মীরা।এ সময় জেলা কমিটির সাধারণ সম্পাদক ফারুক মহসিনের সঞ্চালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত ও আবৃত্তি পরিবেশন করেন তারা।

 

পরে উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন জেলা কমিটির সভাপতি রথীন চক্রবর্তী। এর পর জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয় পতাকা মিছিল।

এ সময় উপস্থিত ছিলেন, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক ও সংস্কৃতিজন রফিউর রাব্বি, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি কবি হালিম আজাদ, সিপিবি জেলা সভাপতি হাফিজুল ইসলাম, ন্যাপ জেলা কমিটির সাধারণ সম্পাদক এড. আওলাদ হোসেন,  নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি ভবানী শংকর রায়, সাবেক সভাপতি প্রদীপ ঘোষ বাবু, জিয়উল ইসলাম কাজর, সহ সভাপতি ধীমান সাহা জুয়েল, মনি সুপান্থ, সাবেক সহসভাপতি ফামিদা আজাদ, সাধারণ সম্পাদক শাহীন মাহমুদ, যুগ্মসম্পাদক সাইফুল আলম নান্টু, কেন্দ্রীয় খেলাঘর আসরের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, জহিরুল ইসলাম জহির, জেলা কমিটির সহসভাপতি রেখা গুণ, জেলা কমিটির সম্পাদক ম-লীর সদস্য ফুয়াদ মহসিন, নাইম চৌধুরী, ফয়সাল আহম্মদ দোলন, সংস্কৃতি কর্মী জহিরুল ইসলাম, ক্রান্তি খেলাঘর আসরের সাংগঠনিক সম্পাদক তারেক উল্লাহ সজল, শিক্ষা ও বিজ্ঞান বিষয়ক সম্পাদক হানিফ হোসেন প্রমুখ।

 

উল্লেখ্য, খেলাঘর নারায়ণগঞ্জ জেলা কমিটি প্রতিবছর বিজয় দিবসে জাতীয় পাতাকা মিছিলের আয়োজন করে থাকে।

এই বিভাগের আরো খবর