বুধবার   ২৪ এপ্রিল ২০২৪   বৈশাখ ১১ ১৪৩১

বিকাশে ২০ হাজার পরিবারের কাছে পৌঁছালো সেলিম ওসমানের সহযোগিতা

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশিত: ১৩ মে ২০২০  

করোনা সংকট মোকাবেলায় রজমান মাসে নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের সংসদ সদস্য সেলিম ওসমানের ব্যক্তিগত তহবিল থেকে প্রায় ২০ হাজার পরিবারের মাঝে সহযোগিতা ঘোষণা করেছেন। চতুর্থ ধাপে আরও ৪ হাজার পরিবারের মাঝে সহযোগিতা পৌঁছে দেওয়া হয়েছে। যার পরিমাণ ৩৬ লাখ টাকা। এ নিয়ে  ঘোষিত সহযোগিতার ১ কোটি ৮০ লাখ টাকার মাঝে তিন ধাপে মোট ২০ হাজার পরিবারের মাঝে ১ কোটি ৮০ লাখ টাকা সহযোগিতা প্রদান করা হয়েছে। 


বুধবার (১৩ মে) চতুর্থ ধাপে ওই ৪ হাজার পরিবারের মাঝে আর্থিক সহযোগিতা প্রত্যেকের বিকাশ একাউন্টে পৌঁছে দেওয়া হয়েছে।


তবে বিকাশ একাউন্ট নাম্বার ভুল থাকার কারনে প্রায় ৭০০ একাউন্টে প্রেরিত অর্থ পৌঁছায়নি বলে দুঃখ প্রকাশ করেছেন এমপি সেলিম ওসমান। তাঁর ঘোষণা অনুযায়ী ২ কোটি ২৮ লাখ টাকার প্যাকেজের মধ্য ডাক্তারদের জন্য প্রদান করা ২০ লাখ টাকাসহ এখন পর্যন্ত মোট ২ টাকা প্রদান করা হয়েছে।


বন্দর উপজেলার চেয়ারম্যান এম.এ রশিদ এর মাধ্যমে ৭০০ পরিবার, ভাইস চেয়ারম্যান সানাউল্লাহ সানুর মাধ্যমে ৪০০ পরিবার, নারী ভাইস চেয়ারম্যান ছালিমা হাসান শান্তার মাধ্যমে ৪০০ পরিবার, জেলা জাতীয় পার্টির আহবায়ক আবুল জাহের এর মাধ্যমে ৫০০ পরিবার, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সংরক্ষিত ওয়ার্ড ১৩, ১৪ ও ১৫ এর নারী কাউন্সিলর শারমিন হাবিব বিন্নীর মাধ্যমে ৫০০ পরিবার, ২২, ২৩ ও ২৪ এর নারী কাউন্সিলর শাওন অংকন এর মাধ্যমে ৫০০ পরিবার, ১৭নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল করিম বাবুর মাধ্যমে ৫০০ পরিবার, ২৭ নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান বাবুর মাধ্যমে ৫০০ পরিবারের কাছে ওই সহযোগিতা পৌঁছে দেওয়া হয়েছে।


এ ব্যাপারে সংসদ সদস্য সেলিম ওসমান বলেন, জনপ্রতিনিধিরা আমার কাছে তালিকা প্রেরণ করতে বিলম্ব করেছেন আবার অনেকের প্রেরিত তালিকায় অনেক ভুল ভ্রান্তি রয়েছে। যার ফলে সাধারণ মানুষের কাছে সহযোগিতা পৌঁছে দিতে কিছুটা বিলম্ব হচ্ছে। এজন্য আমি সাধারণ মানুষের কাছে আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করছি।

এই বিভাগের আরো খবর