শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৫ ১৪৩০

বিএনপির মেয়র প্রার্থী ইশরাকের প্রচারনায় এড. সাখাওয়াত

প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২০  

স্টাফ রিপোর্টার ( যুগের চিন্তা ২৪ ) : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মনোনীত মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের পক্ষে গনসংযোগ করে ভোটারদের কাছে ধানের শীষ মার্কায় ভোট প্রার্থনা করেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি এড. সাখাওয়াত হোসেন খানসহ জেলা ও মহানগর বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ।


সোমবার ( ২০ জানুয়ারি ) দুপুর দুইটা থেকে সন্ধ্যা বিকেল পর্যন্ত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৬০ নং ওয়ার্ড বিএনপির মনোনীত কাউন্সিলর প্রার্থী হাজী মোঃ ইউসুফ আলী ভূঁইয়াকে সাথে নিয়ে রায়েরবাগ, দনিয়া পাটেরবাগ,  কদমতলী এলাকায় ঘুরে ঘুরে ভোটারদের কাছে ধানের শীষ মার্কায় ভোট প্রার্থনা করেন এবং বিভিন্ন স্থানে পথসভা করেন ।


এ সময় এড. সাখাওয়াত হোসেন খান বলেন, বর্তমান সরকার দেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। মানুষ এখন ভোট দিতে পারে না, ভোটের অধিকার কেড়ে নেয়া হয়েছে। বর্তমান সরকারের এই দু:শাসন জনগনের কাছে তুলে ধরতে বিএনপি এই নির্বাচনে অংশ নিচ্ছে।

 

এই নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দিতা করছেন অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের শেষ মেয়র বীর মুক্তিযোদ্ধা প্রয়াত সাদেক হোসেন খোকার সুযোগ্য পুত্র ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। আগামী ১ ফেব্রুয়ারী আপনারা সবাই ধানের শীস প্রতীকে ইশরাক হোসেনকে ভোট দিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনকে আরো বেগবান করবেন। মনে রাখবেন এই নির্বাচনই বিএনপির কারাবন্দি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন।


গনসংযোগকালে আরোও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন শিকদার, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাখাওয়াত ইসলাম রানা, কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য সাদেকুর রহমান, জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি সালাউদ্দিন মোল্লা, জেলা যুবদলের সহ-সভাপতি তারেকুর রহমান, যুগ্ম সম্পাদক শাহীন আহমেদ, আনিসুর রহমান, সদস্য এড. ওমর ফারুক নয়ন, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাগর প্রধান, যুগ্ম সম্পাদক মঞ্জুরুল আলম মুসা, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ফয়সাল আহমেদ, সদস্য সম্রাট হোসেন সুজন, মহানগর তাঁতীদলের সদস্য সচিব মোঃ ইকবাল হোসেন, যুগ্ম আহ্বায়ক অপু রহমান, মাহবুবুর রহমান, মহানগর প্রজন্ম ৭১এর সভাপতি সুমন হাওলাদার, যুগ্ম সম্পাদক রাসেল আহমেদ মন্টু  প্রমুখ ।
 

এই বিভাগের আরো খবর