শনিবার   ২০ এপ্রিল ২০২৪   বৈশাখ ৭ ১৪৩১

বিএনপির আমলে দেশে পূজা করাই বন্ধ হয়ে গিয়েছিল : মন্ত্রী গাজী

প্রকাশিত: ২৯ জুন ২০১৯  

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪ ) : নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য এবং পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আমাদের মাঝে কোন ভেদাভেদ নেই, হিন্দু মুসলমান কোন বিরোধ নেই। বিএনপি ক্ষমতা থাকা সময়ে পূজা করাই বন্ধ হয়ে গিয়েছিল। এখন রূপগঞ্জেই পঁয়তাল্লিশটি মন্ডপে দুর্গা পূজার আয়োাজন করা হয়।  


শনিবার ( ২৯ জুন ) বিকেলে উপজেলার ভুলতা ইউনিনের স্বর্গীয় কালাচাঁন সরকার বাড়ি দুর্গা মন্দির প্রাঙ্গণে রূপগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  


গোলাম দস্তগীর গাজী  বলেন, আপনারা হিন্দু সম্প্রদায়ের লোকজন রাজনৈতিক সংশ্লিষ্টতা বৃদ্ধি করেন। কারণ রাজনৈতিক ক্ষমতাই সবচেয়ে বড় ক্ষমতা। রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি পেলে আপনাদের সমস্যা আপনারা নিজেরাই সমাধান করতে পারবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের পাশে আছেন, আমরাও সবাই আছি । সুতরাং আপনাদের চিন্তার কোন কারণ নেই । বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে হিন্দু মুসলমান সবাই মিলেমিশে শান্তিতে বসবাস করবো ।


রূপগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গনেশ চন্দ্র পালের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের সমন্বয়ক ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড.খোকন সাহা। সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা জয়ন্ত সেন দিপু।

 

বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহাজাহান ভূঁইয়া, ভাইস চেয়ারম্যান শাহরিয়ার পান্না সোহেল, জেলা পরিষদের সদস্য সীমা রানী পাল, ভুলতা ইউনিয়নের চেয়াারম্যান ব্যারিস্টার আরিফুল হক ভূঁইয়া, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপক কুমার সাহা, সাধারণ সম্পাদক শিখণ সরকার শিপন, যুগ্ম সম্পাদক সাংবাদিক উত্তম সাহা, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দাশ, মহানগরের সভাপতি লিটন চন্দ্র পাল।


এ সময় উপস্থিত ছিলেন, মহানগর পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহ-সভাপতি অরুন কুমার দাশ, কোষাধ্যক্ষ সুশীল দাস, সোনারগাঁ পূজা উদযাপন পরিষদের সভাপতি লোকনাথ দত্ত, সিদ্ধিরগঞ্জের শিশির ঘোষ অমর, বন্দরের সভাপতি শংকর দাশ, সাধারণ সম্পাদক শ্যামল বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক রিপন দাস, আড়াইহাজার উপজেলার সভাপতি হারাধন দে প্রমুখ।

 

সম্মেলন শেষে জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের সমন্বয় এড. খোকন সাহা গনেশ চন্দ্র পালকে সভাপতি ও ডাঃ পরিমলকে সাধারণ সম্পাদক করে পাঁচ সদস্য বিশিষ্ট কমিটি গঠন ঘোষণা করেন। 


কমিটির বাকিরা হলেন সহ সভাপতি বিধান চন্দ্র রায়, যুগ্ম সম্পাদক দ্বিজেন বিশ্বাস, বিশ্বেশ্বর সাহা। আগামী পনের দিনের মধ্যে পূর্নাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ প্রদান করা হয় ।
 

এই বিভাগের আরো খবর