শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪   বৈশাখ ৬ ১৪৩১

বাড়তে পারে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি

যুগের চিন্তা ডেস্ক

প্রকাশিত: ২৭ মে ২০২০  

করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে শিক্ষার্থীদের সুরক্ষা ও নিরাপত্তার কথা চিন্তা করে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আরও দীর্ঘয়িত করা হবে বলে জানা গেছে।


শিক্ষা মন্ত্রণালয় মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোপূর্বে সেপ্টেম্বরের আগে শিক্ষা প্রতিষ্ঠান খুলে না দেওয়ার ব্যাপারে ইঙ্গিত দিয়েছেন। সেটাকেই তারা যথাযথ দিকনির্দেশনা বলে মনে করছেন।


প্রাথমিক ও গণশিক্ষা সচিব আকরাম-আল-হোসেন বলেন, শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার মতো এখনো পরিস্থিতি সৃষ্টি হয়নি, বরং আরও কতদিন ছুটি বাড়ানো হবে সেটি নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। আমাদের শিক্ষার্থীদের নিরাপত্তার কথা আগে চিন্তা করে সিদ্ধান্ত নেব। আগামী ৫ জুন পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি রয়েছে। তার আগেই আমরা এ নিয়ে পরবর্তী সিদ্ধান্ত জানাবো।

 

এই বিভাগের আরো খবর