বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪   বৈশাখ ১২ ১৪৩১

‘বাবুর্চি’র ভূমিকায় সাকিব !

প্রকাশিত: ২০ এপ্রিল ২০১৯  

ডেস্ক রিপোর্ট (যুগের চিন্তা ২৪) : দেশে ‘সাকিবস ৭৫’ নামে একটি রেস্টুরেন্ট রয়েছে সাকিবের। সে রেস্টুরেন্টে সাকিব কখনো বাবুর্চি সেজেছেন কিনা- এমন তথ্য পাওয়া যায়নি। তবে সানরাইজার্স হায়দরাবাদের রান্নাঘরে ঠিকই বাবুর্চির সাজে রান্নার খেলায় মেতেছেন অলরাউন্ডার সাকিব আল হাসান।

 

অবশ্য সাকিব একা নন। শুক্রবার (১৯ এপ্রিল) পুরো হায়দরাবাদ দলের সব খেলোয়াড়ই মেতেছিলেন রান্নার প্রতিযোগিতায়। দলের সহ-অধিনায়ক ভুবনেশ্বর কুমার এবং পেস বোলিং অলরাউন্ডার বিজয় শঙ্করের নেতৃত্বে ‘টিম ভুবি’ ও ‘টিম বিজয়’ নামে দুই দলে ভাগ হয়ে রান্নার উৎসবে মাতেন দলের খেলোয়াড়রা।


 
যেখানে টিম বিজয়ে ছিলেন সাকিব। তার দলে ছিলেন রশিদ খান, জনি বেয়ারস্টো, ঋদ্ধিমান সাহা, মার্টিন গাপটিল, বিলি স্ট্যানলেক, সন্দ্বীপ শর্মারা। অন্যদিকে টিম ভুবিতে ছিলেন অধিনায়ক কেন উইলিয়ামসন, ডেভিড ওয়ার্নার, মোহাম্মদ নবী, ইউসুফ পাঠানরা।
দুই দলের এ রান্নার প্রতিযোগিতায় জিতেছে কারা তা অবশ্য জানায়নি হায়দরাবাদ কর্তৃপক্ষ। তবে হেরেছেন নিশ্চিতভাবে দীপক হুদা। কারণ গতকাল ছিলো তার জন্মদিন। রান্নাবান্নার প্রতিযোগিতা শেষে হুদাকে নিয়ে কেক কাটেন হায়দরাবাদের খেলোয়াড়রা। যেখানে কেক কাটার পর পুরোটাই মাখিয়ে দেয়া হয় তার মুখে। সবমিলিয়ে আনন্দ উৎসবের মধ্যেই শুক্রবারটা কাটিয়েছেন সাকিবরা।

এই বিভাগের আরো খবর