শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৪ ১৪৩০

বাবার সাথে কোরবানির গরু কিনতে যাওয়া হত : রফিউর রাব্বি

প্রকাশিত: ২১ আগস্ট ২০১৮  

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : ঈদ মানেই অন্য রকম এক মিলন মেলা। শত ব্যস্ততার মাঝে ঈদ উৎসবের কমতি নেই। ঈদের আমেজ অন্যান্য কাজ এখন নিতান্ত গৌণ। কোরবানির হাটগুলোতে, রাস্তাঘাটে কিংবা বাড়িতে ঈদের জৌলুশ চোখে পড়ে। সবাই ঈদ উৎসব সম্পর্কে অবগত। আর এই ঈদুল আজহা উদযাপন নিয়ে যুগের চিন্তা ২৪’কে  দেয়া এক সাক্ষাৎকারে কিছু কথা বলেছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি।  সাক্ষাৎকারটি নিয়েছেন শামীমা রীতা। 

নারায়ণগঞ্জেই পরিবারের সকলের সাথেই ঈদ যাপন করবেন বলে জানান এই সাংস্কৃতিক ব্যক্তিত্ব। ঈদের সারাদিন বাসায়ই থাকবেন জানিয়ে তিনি বলেন, ‘তেমন কোথাও যাওয়া হবে না। তবে ঈদের দিন ত্বকী আর বাবা-মায়ের কবরস্থানে যাব।’

শৈশবের ঈদ আজহা উদযাপন প্রসঙ্গে রফিউর রাব্বি বলেন, ‘ছোটবেলার অনেক স্মৃতি রয়েছে । এখন তো আর সব মনে পড়ে না। তবে বাবার সাথে কোরাবনি ঈদ আসলে হাটে গরু কিনতে যাওয়া হত। তবে এখন আর আগের মত ঈদ আনন্দ অনুভূত হয়না। কারণ যা যায় তা চলে যায়। এটাই বাস্তবতা।’
ঈদুল আজহায় কোরবানীর ঈদের শিক্ষণীয় বিষয় সম্পর্কে রফিউর রাব্বি বলেন, ‘নিজের ভেতরের পশুত্বকে কোরাবনি দেয়াটাই হল কোরবানি ঈদের মূল তাৎপর্য।’  

ঈদুল আজহায় সকলকে  ঈদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, ‘সবাই ভালো থাকুক। এবং সুস্থ্য এবং সুন্দরভাবে ঈদ উদযাপন করুক এই কামনা করি। সবাইকে ঈদের শুভেচ্ছা ।’

এই বিভাগের আরো খবর