শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪   বৈশাখ ১২ ১৪৩১

বাবর আজম পাকিস্তানের ওয়ানডে দলের অধিনায়ক

প্রকাশিত: ১৩ মে ২০২০  

স্পোর্টস ডেস্ক: বাবর আজমকে পাকিস্তানের ওয়ানডে দলের অধিনায়ক ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এর আগে গত অক্টোবরে টি-টোয়েন্টি দলের দায়িত্ব পেয়েছিলেন তিনি। 


বুধবার নতুন ক্রিকেট মৌসুমের কেন্দ্রীয় চুক্তি ঘোষণার দিনে ওয়ানডে দলের অধিনায়কের নামও ঘোষণা করেছে পিসিবি। 


আজহার আলী টেস্ট অধিনায়ক যথারীতি থাকছেন।  ২০২০-২১ মৌসুম পর্যন্ত মধ্য পাঞ্জাবের দুই ক্রিকেটারের কাছে দায়িত্ব দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। এ সময়ে পাকিস্তান নয়টি টেস্ট, ছয়টি ওয়ানডে এবং ২০টি টি-টোয়েন্টি খেলবে। একটি এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার সূচিও আছে।

 


গত অক্টোবরে বাবর আজম টি-টোয়েন্টির দায়িত্ব নেওয়ার পর অস্ট্রেলিয়ার মাটিতে ২-০ ব্যবধানে সিরিজ হারে পাকিস্তান। তবে ঘরের মাঠে বাংলাদেশকে ২-০ ব্যবধানে উড়িয়ে দেয় বাবর আজমের দল। করোনার ধাক্কায় বাংলাদেশের পাকিস্তান সিরিজ স্থগিত না হলেও হয়তো আরও আগেই ওয়ানডে অধিনায়কত্ব পেতেন তিনি। 

 


বাবর আজম পাকিস্তান জাতীয় দলের হয়ে ৭৪ ওয়ানডেতে ৫৪.১৭ গড়ে ৩৩৫৯ রান করেছেন। এরই মধ্যে ১১ ওয়ানডে সেঞ্চুরি হাঁকিয়েছেন বর্তমান সময়ের অন্যতম সেরা এ ব্যাটসম্যান।

এই বিভাগের আরো খবর