বুধবার   ২৪ এপ্রিল ২০২৪   বৈশাখ ১১ ১৪৩১

বাংলাদেশের সাংবাদিকদের জন্য ভারতীয় ভিসা সহজ হচ্ছে

প্রকাশিত: ১ জুন ২০১৯  

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : ভারতীয় গণমাধ্যমের বাংলাদেশ প্রতিনিধিদের সংগঠন ইন্ডিয়ান মিডিয়া করেসপন্ডেন্টস এসোসিয়েশন বাংলাদেশ (ইমক্যাব) আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেছেন, উন্নয়ন ও অগ্রগতির স্বার্থে ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক আরো জোরদার করতে হবে। 

পারস্পরিক সহযোগিতার মাধ্যমে নিজ নিজ দেশের উন্নয়ন নিশ্চিত করতে হবে। শুক্রবার বিকেলে ঢাকা জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত ওই আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইমক্যাব সভাপতি বাসুদেব ধর।

ইমক্যাব সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সবুজ-এর সঞ্চালনায় সভায় বক্তৃতা করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) সভাপতি মোল¬া জালাল, বিএফইউজে মহাসচিব শাবান মাহমুদ, সেক্টর কমান্ডারস ফোরামের মহাসচিব হারুণ হাবীব, ভারতীয় হাই কমিশনের প্রধান সচিব লাবণ্য কুমার, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক স্বপন সাহা, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাসিমুন আরা হক মিনু, প্রবীণ সাংবাদিক আতাউর রহমান এবং ইমক্যাব নেতা আমিনুল হক ভূইয়া, লায়েকুজ্জামান, শাহিদুল হাসান খোকন, রাজীব খান, মাছুম বিল¬াহ ও মীর আফরোজ জামান। 

এসময় উপস্থিত ছিলেন, দৈনিক আজকের ফরিয়াদ বাংলাদেশের প্রতিনিধি মনজুর আহমেদ অনিক, দৈনিক সন্দ্যান পত্রিকা বাংলাদেশের প্রতিনিধি জাকির হোসেন, ত্রিপুরা টাইমস এর বাংলাদেশের প্রতিনিধি মনির হোসেন প্রমূখ। 

মহান মুক্তিযুদ্ধে ভারতের অনন্য অবদানের কথা তুলে ধরে সভায় বক্তারা বলেন, বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মাধ্যমে দু'দেশকে এগিয়ে যেতে হবে। কারণ এখন আর একক ভাবে কোন দেশকে এগিয়ে যাওয়ার সুযোগ নেই। আর ভারত ও বাংলাদেশ একে অন্যের উপর নির্ভরশীল। 

এক্ষেত্রে দু'দেশের ভিসা পদ্ধতিকে আরো সহজ করতে হবে। বিশেষ করে সাংবাদিকদের জন্য এটা খুবই জরুরী।

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই-কমিশনের প্রধান সচিব লাবণ্য কুমার বলেন, বাংলাদেশের সাংবাদিকদের জন্য ভিসা পদ্ধতি আরও সহজ করতে চলেছে ভারত। ভিসা পদ্ধতি সহজ করা-সহ অন্যান্য বিষয়ে উদ্যোগ গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছেন লাবণ্য কুমার।

এসময় বাংলাদেশেরর সাংবাদিকরা মোদি সরকারকে অভিনন্দন জানানো হয়। সভা শেষে সকলেই ইফতার পার্টিতে অংশ নেন।
 

এই বিভাগের আরো খবর