শনিবার   ২০ এপ্রিল ২০২৪   বৈশাখ ৭ ১৪৩১

বর্ষায় বসন্ত নামে

প্রকাশিত: ২৭ জুলাই ২০১৯  

না, আমি কোনো ঋতু চক্রের কথা বলছি না
বলছি না কদমের বায়োডাটার আপ্ত বাক্য,
কিম্বা মিলি মিটারে বর্ষার নিত্যদিনের মাপজোক।

 

তুলে ধরছি না অবিরাম টুপ টুপ বৃষ্টির জলে নদীর
পোট্রেট অথবা স্রোতের সিম্ফনি,
অদূরে বিশ্রামরত খেয়ার ছবি।

 

দেখাতে চাইছি না ভেজা শালিক
ঠোঁটের ভাঁজে ডেট ওভার তৃণ খণ্ড।

 

কোনো বট বা হিজলের কথাও বলবো না এখন
বা ছোট্ট পুকুরে মধ্য দুপুরের পোকাদের অলস
আয়োজন,
যাদের গাত্রাবরণ শ্রাবণের জলে মিশে গেছে বেহাত ঘুমে।

 

আমি বরং কিছুই দেখাবো না,
আমার মন চাইছে না প্রতিদিনের রেওয়াজ ঘাটতে !

 

সবকিছু উপেক্ষা করে,

আমার চোখ ঝলসে গেছে এই ঘোর বর্ষার ভিতর
বিপরীত মুখী বসন্তের টানে,
টের পাচ্ছি প্রতিটি ক্ষণ প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে।

 

মিলন মাহমুদ