শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৫ ১৪৩০

বর্ষাবরণ করি

প্রকাশিত: ২২ জুন ২০১৯  

জানালার ধারে গিয়ে বসে
মন গেয়ে ওঠে গান আবেগী সুরে,
বর্ষার আগমনে আকাশের ক্রন্দন ঘটেছে
আকাশটা ঘন মেঘে আধারের রং নিয়েছে,
আবেগময়, সময় আমায় 
সম্পূর্ণতায় ঘিরে ধরেছে।

 

মেঘের ভয়াবহ গর্জনে ভয়ে একাকার আমি
শীতল আবহাওয়ায় ভীষণ কাতরতায়
ডুবে গেছি হঠাৎই আধারের গভীরে
আরো অনেক গভীরে ।

 

গ্রীষ্মের অগ্নিরোদ শেষ হয়ে গেছে
বিলীন হয়ে গেছে আজ তার সর্বস্ব তীব্রতা,
তাপসনিঃশ্বাস গেছে ফুরিয়ে
শীতল নিঃশ্বাস সর্বদিকে বইছে ,
আবেগী মন মায়া, মায়া, শান্ততায় 
আজ গ্রীষ্মের ভয়ংকর হুংকার গেছে থেমে।

 

ওগো মেঘ, বৃষ্টি
চলো আজ বর্ষাবরণ করি।


নাহার রহমান নুপুর